বিবিএ নিউজ.নেট | সোমবার, ১৪ মার্চ ২০২২ | প্রিন্ট | 233 বার পঠিত
বুক-বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে ৫ কোটি টাকা সংগ্রহ করবে আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) বিকল্প বাজার এসএমই প্ল্যাটফর্ম থেকে যোগ্য বিনিয়োগকারী অফারের (কিউআইও) মাধ্যমে এই টাকা উত্তোলন করা হবে।
২০০৬ সালে প্রতিষ্ঠিত কোম্পানিটি পুঁজিবাজার থেকে টাকা উত্তোলন করতে আগামী ২০ মার্চ একটি রোড শো করবে।
গাজীপুরের টঙ্গীতে অবস্থিত কোম্পানিটি বর্তমানে ১৫০টিরও বেশি ভেটেরিনারি ওষুধ তৈরি করে। এছাড়াও ৭০টিরও বেশি মানুষের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ আমদানি করে।
জুলাই ২০২০ থেকে ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার আয় ছিল ৩২ কোটি ৬৭ লাখ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল ২০ কোটি ৯৩ লাখ টাকা। তাতে কোম্পানিটির নীট মুনাফা দাঁড়িয়েছে ১ কোটি ৮৫ লাখ টাকা। যা আগের বছর ছিল ৭৬ লাখ টাকা।
২০২০ সালে কোম্পানির শেয়ার প্রতি আয় ছিল (ইপিএস) ১ টাকা ২৪ পয়সা। আর ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত শেয়ার প্রতি এর নেট সম্পদ মূল্য ১২ টাকা ৫৪ পয়সা দাঁড়িয়েছে।
কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ইসি সিকিউরিটিজ লিমিটেড।
কোম্পানিটি ওষুধ তৈরি করে কেনা-বেচা ও আমদানির পাশাপাশি পরিশোধন এবং ফার্মাসিউটিক্যালস, মেডিক্যাল এবং মেডিসিনাল পণ্য রফতানি করে।
Posted ১২:২০ অপরাহ্ণ | সোমবার, ১৪ মার্চ ২০২২
bankbimaarthonity.com | rina sristy