নিজস্ব প্রতিবেদক: | সোমবার, ১৩ এপ্রিল ২০২০ | প্রিন্ট | 405 বার পঠিত
রিটার্ন দাখিলের আঞ্চলিক অফিসসমূহ খোলার প্রথম দিনই (১২ এপ্রিল) সারা দেশে চার হাজার ২৫১টি রিটার্ন দাখিল হয়েছে। এছাড়া রাজস্ব আদায় হয়েছে ৩৩৬ কোটি ৪১ লাখ টাকা। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে রিটার্ন দাখিলে সার্কেল অফিসগুলো সীমিত আকারে খোলার সিদ্ধান্ত নেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সিদ্ধান্তনুযায়ী ১২ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে অফিসগুলো।
করোনা পরিস্থিতির মধ্যে রিটার্ন দাখিলের এ সিদ্ধান্তে বির্তক সৃষ্টি হলেও তা আমলে নেয়নি এনবিআর। এমনই অভিযোগ ব্যবসায়ী সংগঠনগুলোর। এ বিষয়ে সংগঠনগুলো জরিমানা মওকুফসহ সময় বৃদ্ধির আবেদন জানিয়েছে। অপরদিকে অর্থমন্ত্রীর সাথেও বিষয়টি নিয়ে কথা বলেছেন। তবে এ বিষয়ে এখনও এনবিআরকে কোন নির্দেশনা দেননি অর্থমন্ত্রী।
এনবিআর সূত্র জানায়, সরকারের নির্দেশনা অনুযায়ী রোববার সব সার্কেল অফিস খোলা ছিল। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সীমিত আকারে খোলা রাখা হয়। প্রতিটি অফিসে জনসমাগম করতে দেয়া হয়নি। করোনা প্রতিরোধে প্রতিটি অফিসে নির্দেশনা অনুযায়ী সব ব্যবস্থা রাখা হয়।
রিটার্ন দাখিলের পরপরই দ্রুত অফিস ত্যাগ করতে করদাতাদের তাগাদা দেন এনবিআর কর্মকর্তারা। প্রয়োজনে ফোনে কথা বলে সমাধান নিতে বলা হয়। প্রথমদিনই সারা দেশে রাজস্ব আদায় হয়েছে ৩৩৬ কোটি ৪১ লাখ টাকা। এসময়ে চার হাজার ২৫১টি রিটার্ন দাখিল হয়েছে। আগামী তিনদিন একই হারে বা তার চেয়ে বেশি রিটার্ন দাখিল হবে বলে আশা করছে এনবিআর।
সরকারি নির্দেশনার কারণে ২৫ মার্চ থেকে প্রায় সব প্রতিষ্ঠান শাটডাউনে থাকলেও আইনি বাধ্যবাধতার কারণে জরিমানার অর্থগুণতে হবে সবাইকে। এ লক্ষ্যে শুক্রবার (৯ এপ্রিল) ভ্যাট রিটার্নের বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে এনবিআর।
এতে বলা হয়েছে, ভ্যাট আইন অনুযায়ী প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে ভ্যাট রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে। সে লক্ষ্যে এনবিআর শুধুমাত্র ভ্যাট রিটার্ন দাখিলের সুবিধার্থে সরকারি সাধারণ ছুটির সময়ে সীমিত আকারে ভ্যাট সার্কেল অফিসসমূহ ১২ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে।
Posted ১২:১৫ অপরাহ্ণ | সোমবার, ১৩ এপ্রিল ২০২০
bankbimaarthonity.com | rina sristy