বিবিএ নিউজ.নেট | রবিবার, ৩০ মে ২০২১ | প্রিন্ট | 418 বার পঠিত
পুঁজিবাজারের তালিকাভুক্ত নন-লাইফ বীমা খাতের প্রতিষ্ঠান প্রভাতি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
কোম্পানি সচিব মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় আজ রোববার সকাল ১১ টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানি চেয়ারম্যান মো. মোমিন আলী।
এ সময় কোম্পানির ভাইস চেয়ারম্যান ও পরিচালক মারুফ সাত্তার আলী, পরিচালক আলহাজ্ব মোহাম্মদ আলী, আলহাজ্ব মো. মফিজুর রহমান, শাহজাহান কবির, আলহাজ্ব শাহাদাত হোসাইন, প্রদীপ কুমার দাস, মো. হাবীবুর রহমান, স্বতন্ত্র পরিচালক বিএম নুরুল আজিম এফসিএ এবং প্রফেসর ড. মো. সাইদুজ্জামান মিলনসহ অধিকাংশ বিনিয়োগকারী উপস্থিত ছিলেন।
সভায় ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদনের উপর আলোচনা রাখেন পরিচালকবৃন্দ। এতে দেখা যায়- সমাপ্ত বছরে কোম্পানির মোট ব্যবসা অর্জন করেছে ৯২ কোটি ৪৬ লাখ টাকা যা ২০১৯ সালের ৭৭ কোটি ১৬ লাখ টাকার চেয়ে ১৯.৮২ শতাংশ বেশি। এছাড়া বীমা দাবী পরিশোধ করেছে ২৮ কোটি ৯ লাখ টাকার। আগের বছরের ২৩ কোটি ৪৬ লাখ টাকার চেয়ে ১৯.৭৩ শতাংশ বেশি দাবী পরিশোধ করেছে।
এ সময় প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় ৩ টাকা ১০ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ ২১ টাকা ১১ পয়সায় দাঁড়িয়েছে। আগের বছর যা ছিল ২ টাকা ৩৮ পয়সা এবং ১৮ টাকা ৯৪ পয়সা। সমাপ্ত বছরের ব্যবসায়িক সাফল্যের উপর ভিত্তি করে কোম্পানির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ১৭ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।
সভায় উক্ত বোনাস লভ্যাংশসহ অন্যান্য এজেন্ডা বিনিয়াগকারীদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
Posted ২:৩৭ অপরাহ্ণ | রবিবার, ৩০ মে ২০২১
bankbimaarthonity.com | rina sristy