| বুধবার, ৩১ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | 85 বার পঠিত
শেয়ারবাজারে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড গত ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের ডিভিডেন্ড ঘোষণা করেছে। এই প্রতিষ্ঠানটির ইউনিট হোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সমাপ্ত অর্থবছরে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় (ঊচট) আয় হয়েছে ৪২ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ৮ পয়সা।
এছাড়া গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে বাজারমূল্যে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৮ টাকা ৮৩ পয়সা।
আলোচিত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে এবং রেকর্ড ডেট নির্ধারণ করেছে আগামী ১৯ ফেব্রুয়ারি, ২০২৪।
Posted ১:০৯ অপরাহ্ণ | বুধবার, ৩১ জানুয়ারি ২০২৪
bankbimaarthonity.com | saed khan