নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৯ জুন ২০২০ | প্রিন্ট | 489 বার পঠিত
শেয়ারবাজারে বিনিয়োগকারীরা দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বাই ব্যাংক আইন প্রণয়নের কাজ শুরু করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এই আইন চালুর মাধ্যমে কোম্পানির শেয়ার ইস্যু মূল্যের নিচে নামলেই তাদেরকে শেয়ার বাই ব্যাক করার দাবি করে আসছে বিনিয়োগকারীরা।
এ বিষয় নিশ্চিত করে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান বলেন, বাই ব্যাক আইন প্রণয়নে কাজ শুরু হয়েছে। আমরা কোম্পানি আইনে শুধুমাত্র বাই ব্যাক করার বিষয়টি সংযুক্ত করতে চাই। এ বিষয়ে বিএসইসি থেকে বাণিজ্য মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হবে। আর কখন ও কিভাবে বাই ব্যাক করতে হবে, তা বিএসইসির আইনে ঠিক করা হবে।
এই আইন চালু হলে শেয়ারবাজারে বড় পরিবর্তন আসবে বলে মনে করেন বিনিয়োগকারীরা। এর মাধ্যমে শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়বে। এছাড়া কোন কোম্পানি তথ্য গোপন করে বা মিথ্যা তথ্য দিয়ে বাজারে আসলে পরবর্তীতে বিপদে পড়বে।
Posted ৪:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ জুন ২০২০
bankbimaarthonity.com | saed khan