নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০ | প্রিন্ট | 298 বার পঠিত
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের রাইট শেয়ার বাতিল করেছে। সম্প্রতি কমিশন এই সিদ্ধান্ত নেয়।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) কমিশনের সংশ্লিষ্ট বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি ইস্যু করা হয়েছে।
বিএসইসি নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম নিশ্চিত করেছেন।
দশ টাকা অভিহিত মূল্যে ১:২ রাইট শেয়ারের জন্য আবেদন করেছিল প্রতিষ্ঠানটি। প্রায় ১০ কোটি শেয়ার ছেড়ে ৯৯ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলনের জন্য আবেদন করেছিল কোম্পানিটি।
Posted ৫:৩০ অপরাহ্ণ | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan