নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 20 বার পঠিত
বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)’র ২০২৫-২০২৬ মেয়াদের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনী বোর্ড এবং নির্বাচনী আপীল বোর্ড গঠন করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) সংগঠনটির ২১৮তম নির্বাহী কমিটির সভায় এসব বোর্ড গঠন করা হয়। বিআইএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিআইএ’র নির্বাহী কমিটির ২০২৩-২০২৪ এর মেয়াদ আগামী ৮ এপ্রিল ২০২৫ তারিখে শেষ হবে। বাণিজ্য সংগঠন বিধিমালা ১৯৯৪ এর ১৪নং ক্রমিকের বিধান অনুযায়ী বাংলাদেশ ইন্স্যুরেস এসোসিয়েশনের ২০২৫-২০২৬ মেয়াদে নির্বাহী কমিটির সদস্য নির্বাচন, পরবর্তীতে নির্বাচিত সদস্যদের দ্বারা প্রেসিডেন্ট, প্রথম-ভাইস প্রেসিডেন্ট এবং ভাইস-প্রেসিডেন্ট পদে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচনী বোর্ড এবং নির্বাচনী আপিল বোর্ড গঠন করা হয়েছে। নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকবেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স-বাংলাদেশের পরিচালক এবং এফবিসিসিআই’র সাবেক সভাপতি মীর নাসির হোসেন। সদস্য হিসেবে থাকবেন- এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেস কোম্পানির চেয়ারম্যান ও আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের সাবেক সভাপতি আফতাব উল ইসলাম এবং কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান ও বিআইএ’র সাবেক ভাইস-প্রেসিডেন্ট নিজাম উদ্দিন আহমেদ।
অপরদিকে নির্বাচনী আপীল বোর্ডের চেয়ারম্যান থাকবেন গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান এ কে এম আজিজুর রহমান। সদস্য হিসেবে থাকবেন- সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শফিক শামিম এবং আস্থা লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহ সগিরুল ইসলাম।
Posted ৭:০৯ অপরাহ্ণ | সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
bankbimaarthonity.com | rina sristy