শুক্রবার ৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

Ad
x

বিআইএ’র নির্বাচনে উৎসবমুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ 

  |   শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   251 বার পঠিত

বিআইএ’র নির্বাচনে উৎসবমুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ 

বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের (বিআইএ) নির্বাহী কমিটির নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন চলছে। সকাল ১০ টা থেকে ভোট গ্রহন শুরু হয়েছে। বিকেল ৪ টা পযর্ন্ত ভোট চলবে। ভোট গ্রহন শেষে আজ ৫টার পর নির্বাচনী ফলাফল ঘোষণা করা হবে। সকাল থেকেই ভোটররা স্বত:স্ফুর্ত ভাবে কেন্দ্রে ভোট দিতে আসেন। এর আগে এই নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়। নির্বাচনকে ঘিরে এসোসিয়েশনের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও কৌতুহল লক্ষ্য করা গেছে । আজ নন-লাইফ খাতে ১০টি সদস্য পদে ভোট হচ্ছে।

নির্বাচনে নন-লাইফ বীমা খাতের প্রতিদ্বন্দ্বিতাকারি প্রার্থীরা হলেন, অগ্রণী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান কাজী শাখাওয়াত হোসেইন লিন্টু, সিটি ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হোসেইন আখতার, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ, গ্লোবাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান সাঈয়্যেদ আহমেদ, প্রাইম ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ড. মোহাম্মদ শাহাদাত হোসেইন, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান কে এম আলমগীর, ফেডারেল ইন্স্যুরেন্সের ইনভেস্টমেন্ট কমিটির চেয়ারম্যান জয়নুল আবেদীন জামাল, বাংলাদেশ ন্যাশনালের পরিচালক তায়েফ বিন ইউসুফ, জনতা ইন্স্যুরেন্সের পরিচালক বেলাল আহমেদ, এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী ইমাম শাহীন, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী আহমেদ সাইফুদ্দীন চৌধুরী, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী ফারজানা চৌধুরী, বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মো. নূর-ই-আলম সিদ্দিকী, কর্ণফুলী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী এএনএম ফজলুল করিম মুন্সি, রিপাবলিক ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী ড. এ কে এম সরোয়ার জাহান জামিল, ইসলামি কমার্শিয়াল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কাজী মোকাররম দস্তগীর, ইস্টার্ন ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী হাসান তারেক, সাউথ এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মোহাম্মদ নুরুল আলম চৌধুরী এবং স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মো. আব্দুল মতিন সরকার।

এর আগে লাইফ বীমার নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন, সন্ধানী লাইফের চেয়ারম্যান মুজিবুল ইসলাম, ফারইস্ট ইসলামী লাইফের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম, বেঙ্গল ইসলামি লাইফের ভাইস চেয়ারম্যান আমিন হেলালী, ডেল্টা লাইফের পরিচালক আদিবা রহমান, এনআরবি ইসলামিক লাইফের পরিচালক আরিফ সিকদার, পপুলার লাইফের মুখ্য নির্বাহী বি এম ইউসুফ আলী, প্রগতি লাইফের মুখ্য নির্বাহী জালালুল আজিম, জেনিথ ইসলামি লাইফের মুখ্য নির্বাহী এস এম নুরুজ্জামান এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মো. কাজীম উদ্দিন।

নির্বাহী কমিটির মোট ২০টি সদস্য পদের জন্য ৩৫ জন প্রার্থী প্রথমে মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দেন। মনোনয়ন পত্র জমাদানকারি মোট ৩৫ জন প্রর্থীর মধ্যে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকেন। এর মধ্যে লাইফ বীমার ১০ টি পদের বিপরীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১০ জন আগেই নির্বাচিত হন। নন-লাইফ খাতের ১০টি পদের জন্য ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ এই দশটি পদে ভোট অনুষ্ঠিত হবে। লাইফ বীমায় প্রথমে ৯ জন এবং পরে ১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নন-লাইফের ১০টি নির্বাহী সদস্য পদে ভোট হচ্ছে। এ নির্বাচনে ১০ জনের একটি প্যানেল ঘোষণা হওয়ায় বাকি ৯ জনের মধ্যেও একটি অঘোষিত প্যানেল হয়েছে। এর ফলে নির্বাচন বেশ জমে উঠেছে। ভোটের লড়াইয়ে তীব্র প্রতিযোগিতা হবে বলেই মনে হচ্ছে।

বিআইএ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৭ নভেম্বর বিআইএ’র ২০২৫-২০২৬ সালের নির্বাহী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এ বছর মোট ভোটার হয়েছেন ৭৬ জন। এসোসিয়েশনের মোট সদস্য সংখ্য ৮০ টি কোম্পানি। চাঁদা পরিশোধ সাপেক্ষে প্রতিটি বীমা কোম্পানি থেকে ১ জন করে ভোটার হয়েছেন। ৪ টি বীমা কোম্পানি থেকে কোন ভোটার হয়নি। এই বীমা কোম্পানিগুলো হচ্ছে, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স, স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও বয়রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। ঘোষিত তফসিল অনুযায়ি ১৪ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া হয়। ২২ জানুয়ারি বিকেল ৩ টায় মনোনয়ন পত্র বাছাই এবং এ দিনে বিকেল ৫ টায় বৈধ মনোনয়ন পত্রের তালিকা প্রকাশ করা হয়। ২৩ জানুয়ারি দুপুর ১ টার মধ্যে আপীল বোর্ডে বৈধ মনোনয়ন পত্রের ব্যাপারে আপত্তি জানানোর সময় ছিল। তবে এসয়ের মধ্যে কোন আপত্তি জমা পড়ে নাই। ৩০ জানুয়ারি শুনানি করে এ বিষয়ে চূড়ান্ত নিষ্পত্তি করে বিকেল ৫ টার মধ্যে চূড়ান্ত বৈধ মনোনয়ন পত্রের তালিকা প্রকাশ করার কথা। ৬ ফেব্রুয়ারি বিকেল ৩ টার মধ্যে সদস্য পদে প্রার্থীতা প্রত্যাহার এবং এ দিনে বিকেল ৪ টার মধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। আজ ২২ ফেব্রুয়ারি সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পযর্ন্ত একটানা ভোট গ্রহন করা হবে। ্এ দিনেই বিকেল ৪ টার পর ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। ২৩ ফেব্রুয়ারি বিকেল ৩ টা পযর্ন্ত প্রেসিডেন্ট, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন পত্র সংগ্রহ করা যাবে। ২৪ ফেব্রুয়ারি দুপুর ১২ টায় এসোসিয়েশনের নির্বাহী কমিটির প্রেসিডেন্ট, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট পদে ভোট অনুষ্ঠিত হবে। এ দিন বিকেল ৪ টায় প্রেসিডেন্ট, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হবে।

এর আগে ৭ নভেম্বর বিআইএ’র কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকে নির্বাহী কমিটির ২০২৫-২০২৬ সালের নির্বাচনের তফসীল চূড়ান্ত করা হয়। ঘোষিত তফসীল অনুযায়ি ২২ ফেব্রুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মীর নাসির হোসেন। এর আগে ২৮ অক্টোবর সংগঠনটির ২১৮তম নির্বাহী কমিটির সভায় নির্বাচন পরিচালনা বোর্ড এবং নির্বাচনী আপীল বোর্ড গঠন করা হয়। বোর্ডের চেয়ারম্যান হলেন, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স-বাংলাদেশের পরিচালক এবং এফবিসিসিআই’র সাবেক সভাপতি মীর নাসির হোসেন এবং সদস্যরা হলেন এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেস কোম্পানির চেয়ারম্যান ও আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের সাবেক সভাপতি আফতাব উল ইসলাম এবং কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান ও বিআইএ’র সাবেক ভাইস-প্রেসিডেন্ট নিজাম উদ্দিন আহমেদ।

একই সভায় নির্বাচনী আপীল বোর্ডও গঠন করা হয়। আপীল বোর্ডের চেয়ারম্যান হলেন গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান এ কে এম আজিজুর রহমান। সদস্যরা হলেন, সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শফিক শামিম এবং আস্থা লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহ সগিরুল ইসলাম।

জানা যায়, ২০১১ সালে প্রথম বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন শেখ কবির হোসেন। সেই থেকে দীর্ঘ সময় তিনি এ পদটি আকড়ে ধরে রেখেছিলেন। পরবর্তীতে সরাসরি ভোটে কোন নির্বাচন অনুষ্ঠিত হয়নি। নিজেরা পছন্দের লোকদের নিয়ে কমিটি করেছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহীদের কাছ থেকে আগেই প্রত্যাহার পত্র নিয়ে নিতেন। মোটাদাগে বলা যায় এখানেও নির্বাচনের নামে প্রহসন করা হয়েছে। এ বছর পরিবেশ পরিস্থিতি ছিল ভিন্ন। একটি মহল অতিতের ন্যায় নির্বাচনী বৈতরনী পার হবার চেষ্ট করেছিল। তবে সরাসরি ভোটের মাধ্যমে কমিটি গঠনের পক্ষে ছিল অধিকাংশ সদস্য। এ ছাড়া এ বছরের নির্বাচন পচিলনা কমিটি নির্বাচনে সবধরনের স্বচ্ছতা বজায় রাখার সর্বাত্মক চেষ্টা করেছেন। এক কথায় বলা চলে এ ক্ষেত্রে নির্বাচন পরিচালনা কমিটি মুখ্য ভূমিকা রেখেছেন।
বিদায়ী প্রেসিডেন্ট ৮২ বছর বয়সী শেখ কবির হোসেন শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা। এছাড়াও তিনি ছিলেন গোপালগঞ্জ জেলা সমিতির সভাপতি। এ পরিচয়ে তিনি বীমা মালিকদের সংগঠন বিআইএ’সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষপদ আকড়ে ধওে রেখেছিলেন। তবে ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পলায়ন এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২১ অক্টোবর বিআইএ’র প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করে সড়ে দাড়ান শেখ কবির হোসেন।

বিআইএ’র বর্তমান নির্বাহী কমিটির ২০২৩-২০২৪ মেয়াদ শেষ হবে ২০২৫ সালের ৮ এপ্রিল। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে সংগঠনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন পদত্যাগ করায় প্রথম ভাইস-প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল) অবশিষ্ট সময়ের জন্য প্রেসিডেন্টের দায়িত্ব পালন কওে যাচ্ছেন। গত ২৮ অক্টোবর সংগঠনে ২১৮তম নির্বাহী কমিটির সভায় তিনি এ দায়িত্ব পান। তিনি বর্তমান নির্বাহী কমিটির বাকি সময় দায়িত্ব পালন করছেন। নির্বাচিত নতুন কমিটির কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে তিনি সম্মানের সাথে বিদায় নিবেন।

Facebook Comments Box
top-1
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১:১৪ অপরাহ্ণ | শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(1713 বার পঠিত)
বিজ্ঞাপন
(1635 বার পঠিত)
বিজ্ঞাপন
(1317 বার পঠিত)
বিজ্ঞাপন
(1122 বার পঠিত)

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।