
| সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 206 বার পঠিত
নির্বাচনের মাধ্যমে বীমা খাতের সৎ এবং দক্ষ ব্যক্তিদের বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে আনা উচিত বলে মনে করেন সাউথ এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নুরুল আলম চৌধুরী।
তিনি বলেছেন, নির্বাচনের মাধ্যমে সঠিক নেতৃত্ব বেছে নেয়ার সুযোগ তৈরি হয়। আমরা চাই নতুন-পুরাতনের সমন্বয়ে বিআইএতে এমন নেতৃত্ব আসুক যারা এ খাতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে।
বিআইএ’র কার্যনির্বাহী কমিটির নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি ব্যাংক বীমা অর্থনীতিকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ অভিমত ব্যক্ত করেন। এবারের নির্বাচনে প্রার্থিতা করতে ইতিমধ্যে মনোনয়নপত্রও জমা দিয়েছেন অভিজ্ঞ এই বীমা ব্যক্তিত্ব।
দেশের নন-লাইফ বীমা খাতে যার রয়েছে সুদীর্ঘ ৩৫ বছরের ক্যারিয়ার। মুহাম্মদ নুরুল আলম চৌধুরী ১৯৯০ সালে ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানিতে হিসাব বিভাগের শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে যোগদানের মাধ্যমে কর্ম জীবন শুরু করেন। ক্যারিয়ারের বিভিন্ন সময়ে তিনি ইস্টার্ন ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্সে অত্যন্ত দক্ষতা ও সততার সাথে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ কর্মজীবনে এসব কোম্পানিতে হিসাব বিভাগ, অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগ, প্রশাসন ও মানবসম্পদ বিভাগ, মার্কেটিং বিভাগ এবং কোম্পানি সচিব, সিএফওসহ বিভিন্ন বিভাগে উপ-ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন। মুহাম্মদ নুরুল আলম চৌধুরী জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং কানাডিয়ান এডুকেশন সেন্টার থেকে সার্টিফাইড জেনারেল একাউন্টেন্ট পদবি অর্জনের পাশাপাশি পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি, ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড থেকে একাউন্টিং, ট্যাক্স, ভ্যাট, প্রিন্সিপাল এন্ড কনভেনশনাল প্র্যাকটিসেস অব ইসলামিক ইন্স্যুরেন্স এবং কমপ্লায়েন্স অব কর্পোরেট গভর্ন্যান্স বিষয়ে সনদ অর্জন করেন।
বিআইএ নির্বাচন নিয়ে মুহাম্মদ নুরুল আলম চৌধুরী তার সাক্ষাৎকারে বলেন, বীমা দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ একটি খাত। এ দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হলে, শক্তিশালী করতে হলে বীমা খাতকে এগিয়ে নিতে হবে। যে কারণে বিআইএতেও দক্ষ অভিজ্ঞ নেতৃত্ব আসা উচিত।
তিনি বলেন, এ খাতের ইমেজ ধরে রাখতে সঠিক নেতৃত্বের কোনো বিকল্প নেই। নির্বাচনের মাধ্যমে নতুন এবং সঠিক নেতৃত্ব বেছে নেয়ার সুযোগ সৃষ্টি হয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, অনেক দিন ধরে বিআইএতে নির্বাচন হয়নি। দীর্ঘ দিন পর বিআইএ’র নির্বাচনে উৎসবের আমেজ ফিরে এসেছে। এই আমেজ ধরে রাখতে হবে।
তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমে আরো যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের বিআইএ’র নতুন কমিটিতে আসার সুযোগ তৈরি হয়েছে। এটি দেশের বীমা খাতের জন্য খুবই ভালো। যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা বিআইএ’র দায়িত্বে আসলে তাদের নতুন চিন্তার সংমিশ্রণ বীমার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
Posted ৮:৩৭ অপরাহ্ণ | সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | rina sristy