শুক্রবার ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিদায়ী সপ্তাহে মূলধন বাড়লেও লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক:   |   শুক্রবার, ১৯ মে ২০২৩   |   প্রিন্ট   |   51 বার পঠিত

বিদায়ী সপ্তাহে মূলধন বাড়লেও লেনদেন কমেছে

বিদায়ী সপ্তাহে মূলধন বাড়লেও লেনদেন কমেছে দেশের উভয় শেয়ারবাজারে। তবে প্রধান সূচক বেড়েছে উভয় শেয়ারবাজারে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে ব্যবধানে ডিএসইএক্স ১৭ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৬ হাজার ২৯০ দশমিক ২০ পয়েন্টে। ডিএসই৩০ সূচক দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ২ হাজার ১৯৫ দশমিক ২৯ পয়েন্টে। এছাড়া শরিয়াহ সূচক ডিএসইএস ৩ দশমিক ৭৫ পয়েন্ট কমে দাঁড়ায় ১ হাজার ৩৬৮ দশমিক ২৫ পয়েন্টে।

সপ্তাহে ডিএসইতে তালিকাভুক্ত ৪০২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৯টির, দর কমেছে ৭৪টির ও অপরিবর্তিত রয়েছে ২০৫টি কোম্পানির। লেনদন হয়নি ১৪টি কোম্পানির শেয়ার।

গত সপ্তায় ডিএসইতে লেনদেন হয়েছে ৩ হাজার ৬৭৯ কোটি ৬৮ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৯৫৭ কোটি ৩৫ লাখ টাকা।

এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ২৭৭ কোটি ৬৭ লাখ টাকা বা ৭ দশমিক শূন্য ২ শতাংশ। ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৭৩৫ কোটি ৯৩ লাখ টাকা। আগের সপ্তাহে গড়ে লেনদেন হয়েছিল ৭৯১ কোটি ৪৭ লাখ টাকা।

গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার শেয়ারবাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৭০ হাজার ৬৩৭ কোটি ৮৬ লাখ টাকায়। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার শেয়ারবাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৬৬ হাজার ১০৬ কোটি ৭৪ লাখ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ৫৩১ কোটি ১২ লাখ টাকা।

সিএএসপিআই দশমিক ২১ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৮ হাজার ৫৩০ দশমিক ৪৪ পয়েন্টে। সিএসই৫০ সূচক দশমিক শূন্য ৪ শতাংশ, সিএসইসিএক্স সূচক দশমিক শূন্য ৩ শতাংশ এবং সিএসআই সূচক দশমিক ৩৭ শতাংশ বেড়ে দাঁড়ায় যথাক্রমে ১ হাজার ৩১৮ দশমিক ৫৬ পয়েন্টে, ১১ হাজার ৭৩ দশমিক ৬৮ পয়েন্টে এবং ১ হাজার ১৭১ দশমিক ১৬ পয়েন্টে।

এছাড়া, সিএসই৩০ সূচক দশমিক শূন্য ৯ শতাংশ এবং সিএসই এসএমইএক্স সূচক ২ দশমিক ৪৪ শতাংশ কমে দাঁড়ায় যথাক্রমে ১৩ হাজার ৪৬১ দশমিক ৪৭ পয়েন্টে এবং ১ হাজার ৬৬৮ দশমিক ৪৯ পয়েন্টে। সিএসইসিএক্স সূচক দশমিক ১৮ শতাংশ বেড়ে দাঁড়ায় ১১ হাজার ৯৪ দশমিক ১৩ পয়েন্টে।

তালিকাভুক্ত ৩০৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৮টির, দর কমেছে ৬৫টির ও অপরিবর্তিত রয়েছে ১৫৫টি কোম্পানির। যা কোম্পানিগুলো শেয়ার দর পতনের তুলনায় উত্থান ১ দশমিক ৩৫ গুন বেশি হয়েছে।

গত সপ্তাহে লেনদেন হয়েছে ৬৭ কোটি ৭২ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭০ কোটি ৩৪ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ২ কোটি ৬২ লাখ টাকা।

বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস গত বৃহস্পতিবার সিএসইর বাজারমূলধন দাঁড়ায় ৭ লাখ ৫৫ হাজার ৩৪১ কোটি টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৫১ হাজার ৪৮৭ কোটি টাকায়। এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৮৫৪ কোটি টাকা।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৬:০০ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ মে ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।