নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১ | প্রিন্ট | 295 বার পঠিত
বৈশ্বিক মহামারি করোনার কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে সরকার ঘোষিত এক লাখ ২৮ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ থেকে বাণিজ্য সংশ্লিষ্ট বিদেশি এবং দেশি-বিদেশি যৌথ মালিকানাধীন সব প্রতিষ্ঠান ঋণ সুবিধা নিতে পারবে। এতদিন এ সুবিধা পেয়ে আসছিল বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এবং বাংলাদেশ হাই-টেক পার্কের মধ্যে থাকা শিল্প প্রতিষ্ঠানগুলো।
এখন থেকে এদের বাইরে অবস্থিত বিদেশি শিল্প প্রতিষ্ঠান এ প্রণোদনার ঋণ নিতে পারবে।
সোমবার (১২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-বিআরপিডি থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী বরাবর পাঠানো নির্দেশনায় বলা হয়, ‘প্রধানমন্ত্রী ঘোষিত আর্থিক প্রণোদনা প্যাকেজের সুবিধা বেজা, বেপজা এবং বাংলাদেশ হাই-টেক পার্কে অবস্থিত শিল্প প্রতিষ্ঠানের পাশাপাশি এ অঞ্চলের বাইরে অবস্থিত শতভাগ বিদেশি মালিকানাধীন ও যৌথ মালিকানাধীন (দেশি-বিদেশি) প্রতিষ্ঠানও এ সুবিধা পাবে।’
‘গত বছরের ১ অক্টোবর জারি করা এ সংক্রান্ত সার্কুলারের অন্যান্য নির্দেশনাবলী অপরিবর্তিত থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।’
Posted ১০:৪৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১
bankbimaarthonity.com | saed khan