বিবিএনিউজ.নেট | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২০ | প্রিন্ট | 738 বার পঠিত
রাজধানীতে বিসিক কর্মকর্তাদের তিনদিনব্যাপী স্ট্রাটেজিক প্লান-বিষয়ক এক প্রশিক্ষণ শেষ হয়েছে। এটি যৌথভাবে আয়োজন করে বিসিক ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প। সম্প্রতি উত্তরায় ক্ষুদ্র ও কুটিরশিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট স্কিটিতে এ প্রশিক্ষণ শেষ হয়।
কর্মশালা শেষে কর্মকর্তাদের মাঝে সনদ প্রদান করা হয়।
বিসিকে যোগদান করা নতুন কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে এ প্রশিক্ষণ প্রদান করা হয়। দুই ব্যাচের এ প্রশিক্ষণ কর্মশালার প্রথম ব্যাচে ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। এ প্রশিক্ষণে কৌশলগত পরিকল্পনা, সংস্থার লক্ষ এবং উদ্দেশ্য বাস্তবায়ন, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন, পরিবীক্ষণ এবং মূল্যায়নসহ কৌশলগত পরিকল্পনার প্রতিটি ধাপ হাতে-কলমে শেখানো হয়।
প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন প্রিজম প্রকল্পের টিমলিডার আলী সাবেত। সনদ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কিটির অধ্যক্ষ মো. শফিকুল আলম বিসিক, স্কিটি ও প্রিজম প্রকল্পের কর্মকর্তারা।
Posted ২:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২০
bankbimaarthonity.com | Sajeed