বিবিএনিউজ.নেট | সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯ | প্রিন্ট | 512 বার পঠিত
দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিক কাজে সম্পৃক্ত করা বিসিকের দায়িত্ব এবং এজন্য এর কর্মীদের নিষ্ঠা এবং দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ।
শনিবার রাজধানীর লেকশোর হোটেলে ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প এবং বিসিকের যৌথ আয়োজনে ‘বিসিকের কর্মকাণ্ড গতিশীল করার লক্ষ্যে কর্মকর্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।
তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিসিকের কাজ করার অনেক সুযোগ রয়েছে। কর্মসংস্থান তৈরিতে পরিবেশবান্ধব শিল্পাঞ্চল গড়ে তুলতে হবে। একইসাথে তরুণ-তরুণীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিসিকের কর্মকর্তাদের দ্রুতগতিতে ও দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে এবং প্রকল্প ও স্ব স্ব দায়িত্ব পালনে কার্যকর ভূমিকা রাখতে হবে।
কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, প্রিজম প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আব্দুস ছালাম ও প্রিজম প্রকল্পের টিমলিডার আলী সাবেত। এ কর্মশালায় বিসিকের প্রায় ২২০ জন কর্মকর্তা অংশ গ্রহণ করেন।
Posted ১১:৩৪ পূর্বাহ্ণ | সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed