নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৭ নভেম্বর ২০২১ | প্রিন্ট | 229 বার পঠিত
কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) পণ্য বিপণনের জন্য উদ্যোক্তা মেলার আয়োজন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।
সোমবার (১৫ নভেম্বর) রাজধানীর মতিঝিল বিসিক ভবনে (পুরাতন) মেলার উদ্বোধন করেন বিসিকের চেয়ারম্যান মো. মোশতাক হাসান।
বিসিক বিপণন বিভাগ এবং পিপলস ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডসের স্বত্বাধিকারী রেজবিন হাফিজের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়েছে।
মেলায় ৫০টি স্টলে বিসিক থেকে প্রশিক্ষণ গ্রহণকারী উদ্যোক্তারা তাদের তৈরি হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্যসামগ্রীর বিক্রয়ের জন্য স্থান পেয়েছেন। উদ্যোক্তা মেলা থেকে ক্রেতারা কারু পণ্য, নকশিকাঁথা, পাট পণ্য, বুটিকস পণ্য, জুয়েলারি, লেদার পণ্য, অর্গানিক ফুডস, ইলেকট্রনিকস পণ্য, মধুসহ নিত্য ব্যবহার্য বিভিন্ন পণ্যসামগ্রী কিনতে পারবেন।
মেলা চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য এ মেলা খোলা থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিক মহাব্যবস্থাপক অখিল রঞ্জন তরফদার, আঞ্চলিক পরিচালক (ঢাকা) আব্দুল মতিন, প্রধান নকশাবিদ জেসমিন নাহারসহ বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Posted ১১:৫৪ পূর্বাহ্ণ | বুধবার, ১৭ নভেম্বর ২০২১
bankbimaarthonity.com | rina sristy