নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৯ মার্চ ২০২২ | প্রিন্ট | 195 বার পঠিত
পণ্যের দাম বাড়ার কারণে দেশের মানুষ যদি পদত্যাগ চায়, তাহলে পদ থেকে সরে যাবেন বলেন জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
তিনি বলেছেন, ‘বিশ্ববাজারে সয়াবিন ও পাম অয়েলের দাম একটু দেখেন। এখন ব্রাজিলে পণ্যের দাম বাড়ার কারণে যদি আমাকে পদত্যাগ করতে হয়, তাহলে কোনো সমস্যা নেই। আমি করব। এ কথাটা আমি আগেও বলেছি।’
শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
দেশের এক কোটি মানুষকে কম দামে পণ্য দিতে ফ্যামিলি কার্ডের বিষয়ে ওই সংবাদ সম্মেলন হয়।
সোনালি মুরগিসহ বাজারে সব পণ্যের মূল্য বেড়েছে। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের অনেক নেতা ব্যবসায়ীবান্ধব বাণিজ্যমন্ত্রী আখ্যা দিয়ে টিপু মুনশির পদত্যাগ চেয়েছেন।
এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সোনালি মুরগির দাম বেড়েছে। আপনারা জানতে চান বাণিজ্যমন্ত্রী পদ থেকে সরে যাবে কি না? প্রতিদিনই কিছু জিনিসের দাম বাড়ে, কিছু জিনিসের দাম কমে। আপনারা সংবাদিক। এ বিষয়টি আপনাদের ভালো জানার কথা বর্তমানে মার্কেটের অবস্থা কী? আপনারা একটু গুগল সার্চ করলেই দেখতে পাবেন।’
তিনি বলেন, ‘হঠাৎ করে আপনি যদি পণ্য বেশি করে নেন, তাহলে দাম বৃদ্ধি পাবে। মুরগির দাম বাড়ছে। যখন পণ্যের দাম বাড়ে তখন কথা ওঠে। যখন পিঁয়াজের দাম বাড়ল, তখন আমি বিমানে করে পিঁয়াজ এনে খাইয়েছি।
‘আবার যখন পিঁয়াজের দাম কমল, তখন কথা এলো চাষিরা দাম না পেয়ে পিঁয়াজ রাস্তায় ফেলে দেবেন। এই কারণে হয়তো দাম বাড়ছে। আবার আপনারা কিছুদিন পর বলবেন মুরগির দাম কমে গেছে।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমাদের চাহিদা ও সরবরাহ দেখলে বুঝতে পারব, বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। তেলের দাম বাড়ার কারণটাও সবার জানা। এক কন্টিনেন্টালের তেল ভাড়া ছিল ২ থেকে আড়াই হাজার ডলার। সেটি ১০ হাজার ডলারে রিচ করেছে। এগুলো তো আমি নিয়ন্ত্রণ করতে পারব না। তবে বাজার নিয়ন্ত্রণে আমরা সবদিক থেকে চেষ্টা করছি। এখানে ভোক্তা অধিকারও কাজ করছে।’
তিনি বলেন, ‘বাজার নিয়ন্ত্রণে সরকার ১৭টি সংস্থা করছে। সবার জায়গা থেকে বাজার নিয়ন্ত্রণে কাজ করছে। তবে কিছু অসাধু ব্যবসায়ী বাজার অস্থির করে তুলছে।’
Posted ৪:০৮ অপরাহ্ণ | শনিবার, ১৯ মার্চ ২০২২
bankbimaarthonity.com | rina sristy