বিবিএ নিউজ.নেট | বুধবার, ২৭ অক্টোবর ২০২১ | প্রিন্ট | 590 বার পঠিত
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৭ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১৭ কোটি ৬১ লাখ ১২ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষে রয়েছে জিবিবি পাওয়ার
। এ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে প্রায় ৪ কোটি ৩৩ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে এনআরবিসি ব্যাংকের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২ কোটি ৯২ লাখ ২২ হাজার টাকার।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে লংকাবাংলা ফাইন্যান্সের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২ কোটি ২৬ লাখ ৬২ হাজার টাকার।
এছাড়া, জেমিনি-সী ফুডের ১ কোটি ৮৩ লাখ ৪৫ হাজার টাকার, ফরচুন সুজের ১ কোটি ৫১ লাখ ৬২ হাজার টাকার, যমুনা অয়েলের ১ কোটি ২৫ লাখ ৬২ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ৭৯ লাখ ৪২ হাজার টাকার, গ্রামীণফোনের ৬৭ লাখ ৮০ হাজার টাকার, সোনালী পেপারের ৩২ লাখ ৬৭ হাজার টাকার, মার্কেন্টাইল ব্যাংকের ৩১ লাখ ৭৬ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৩০ লাখ ৫৫ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ১৪ লাখ ৩০ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১১ লাখ ৩৯ হাজার টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ১০ লাখ ৯৭ হাজার টাকার, কাশেম ইন্ডাস্ট্রির ১০ লাখ ৮০ হাজার টাকা।
ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ১০ লাখ ৮ হাজার টাকার, জিপিএইচ ইস্পাতের ৯ লাখ ১০ হাজার টাকার, পেপার প্রসেসিংয়ের ৭ লাখ ৪ হাজার টাকার, পাওয়ার গ্রীডের লাখ ৬ হাজার ১৮ টাকার, ন্যাশনাল পলিমারের ৫ লাখ ৪৯ হাজার টাকার, ইসলামী ইন্সুরেন্সের ৫ লাখ ২২ হাজার টাকার, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৫ লাখ ১৩ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৫ লাখ ৫ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ৫ লাখ ২ হাজার টাকার লেনদেন হয়েছে।
Posted ৪:৪৪ অপরাহ্ণ | বুধবার, ২৭ অক্টোবর ২০২১
bankbimaarthonity.com | rina sristy