| বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 101 বার পঠিত
আজ ২২ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৯ প্রতিষ্ঠানের সর্বোচ্চ লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- আলিফ ইন্ডাস্ট্র্রিজ, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, কর্নফুলী ইন্স্যুরেন্স, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, আইএফআইসি ব্যাংক লিমিটেড, এডিএন টেলিকম, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, আমরা নেটওয়ার্কস এবং গ্রামীণ ফোন।
আজ ব্লক মার্কেটে ব্লক মার্কেটে এই ৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ৮২ লাখ ৫৫ হাজার টাকার। যা ব্লক মার্কেটে লেনদেন হওয়া ৬৭.০২ শতাংশ।
ডিএসই সূত্রে জানা যায়, আজ ব্লক মার্কেটে লেনদেন হওয়া ৯ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজের।
এদিন ব্লক মার্কেটে কোম্পানিটির ৯ কোটি ২ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৩ কোটি ৮০ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে ২ কোটি ২৯ লাখ ৮২ হাজার টাকার তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে কর্নফুলী ইন্স্যুরেন্সের।
ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হওয়া অন্য ৬ কোম্পানির মধ্যে- বার্জার পেইন্টসের ১ কোটি ৯০ লাখ টাকা, আইএফআইসি ব্যাংকের ১ কোটি ৪৮ লাখ ১৮ হাজার টাকা, এডিএন টেলিকমের ১ কোটি ১৪ লাখ ৫৪ হাজার টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১ কোটি ১০ লাখ ৪৩ হাজার টাকা, আমরা নেটওয়ার্কসের ১ কোটি ৬ লাখ ২৯ হাজার টাকা এবং গ্রামীণ ফোনের ১ কোটি ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিকে, আজ ডিএসইতে ব্লক মার্কেটে মোট ৪৭ কোম্পানির ৬৩ লাখ ৫১ হাজার ৯৫৪টি শেয়ার ১১৯বার হাতবদল হয়, টাকার অংকে যার বাজারমূল্য ৩৪ কোটি ৫ লাখ ৪৯ হাজার টাকা।
এদিন ব্লক মার্কেটের ৪০ লাখ টাকার উপরে এবং ১ কোটি টাকার নিচে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে- লাভেলো আইস্ক্রিমের ৯৭ লাখ ২ হাজার টাকা, সোনালী পেপারের ৯১ লাখ ৯০ হাজার টাকা, শাহজীবাজার পাওয়ারের ৭০ লাখ ৭৩ হাজার টাকা, বিকন ফার্মার ৬৮ লাখ ৭০ হাজার টাকা, সাউথ বাংলা ব্যাংকের ৬৬ লাখ ২৫ হাজার টাকা, ফাইন ফুডসের ৬৪ লাখ টাকা, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৬১ লাখ ৩৩ হাজার টাকা, ইন্ট্রাকো রি-ফুয়েলিংয়ের ৫৪ লাখ ৫০ হাজার টাকা, ইস্টার্ন হাউজিংয়ের ৫৩ লাখ ৭০ হাজার টাকা, অ্যাডভেন্ট ফার্মার ৪৯ লাখ ৩৮ হাজার টাকা এবং আরডি ফুডের ৪২ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ৪:৩৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৪
bankbimaarthonity.com | saed khan