বিবিএনিউজ.নেট | শনিবার, ১৯ অক্টোবর ২০১৯ | প্রিন্ট | 431 বার পঠিত
এখন থেকে যমুনা ব্যাংকের গ্রাহকরা তাদের জাস্ট-পে অ্যাপ ব্যবহার করে যে কোনো বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি বিকাশ ও যমুনা ব্যাংক যৌথভাবে এ সেবা উদ্বোধন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিকাশের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মিজানুর রশীদ এবং যমুনা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টাকা লেনদেনের নিয়ম জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকাশে টাকা পাঠাতে যমুনা ব্যাংক গ্রাহকরা তাদের জাস্ট পে অ্যাপের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে লগ ইন করে বেনিফিসিয়ারি হিসেবে বিকাশ নম্বরটি যোগ করার পর টাকার পরিমাণ ও অ্যাপের পিন নম্বর দিয়ে ট্রানজেকশন সম্পন্ন করতে পারবেন।
এক্ষেত্রে গ্রাহকদের কোনো সার্ভিস চার্জ দিতে হবে না বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
এর আগে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ঢাকা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক এবং সাউথ বাংলা ব্যাংক থেকে বিকাশ অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর ব্যবস্থা হয়েছিল।
Posted ২:০৯ অপরাহ্ণ | শনিবার, ১৯ অক্টোবর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed