নিজস্ব প্রতিবেদক: | শনিবার, ০৪ এপ্রিল ২০২০ | প্রিন্ট | 548 বার পঠিত
করোনা প্রাদুর্ভাব ঠেকাতে সারাদেশ যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় মারাত্মক সমস্যায় পড়ছে গরুর খামারীরা। পরিবহন ব্যবস্থা বন্ধ থাকায় উৎপাদিত দুধ ও দুগ্ধজাত পণ্য সরবরাহ করতে পারছে না ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। অন্যদিকে পরিবহন বন্ধ থাকলেও গরু খাদ্য প্রয়োজন প্রতিদিনই। কিন্তু খড়, ভূষি, ছোলা মিলছেনা পর্যাপ্ত। এরকম চলতে থাকলে গো-খাদ্যের সংকট তৈরী হতে পারে। যা নিয়ে চিন্তিত দেশের খামারীরা। ফলে হুমকির মুখে পড়তে যাচ্ছে এই শিল্প। এমনই অভিমত সংশ্লিষ্টদের।
জানা গেছে, পাবনা ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় মানুষ গরুর খামার করে জীবিকা নির্বাহ করছে। কিন্তু বৈশ্বিক মহামারী করোনার প্রভাবে সরকার সারা দেশে লকডাউন ঘোষণা করেছে। ফলে মিল্কভিটাসহ বিভিন্ন দুগ্ধ প্রক্রিয়াজাত প্রতিষ্ঠানের দুগ্ধ সংগ্রহ কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ফলে মাথায় হাত পড়েছে খামারিদের।
সাধারণত প্রতিলিটার দুধ ৫০ টাকা থেকে ৬০ টাকা বিক্রি করা হতো। কিন্তু করোনা কারনে লকডাউন থাকায় প্রতিলিটার দুধ ১৫ থেকে ২০/২৫ টাকায় বিক্রি করতে হচ্ছে। প্রতিলিটার দুধ উৎপাদনে যে খরচ তাও পাচ্ছেনা এই খামারিরা। তাই লোকসানের পড়তে হচ্ছে প্রতিদিনই। অবিলম্বে সরকারের পক্ষথেকে কোন পদক্ষেপ নেয়া না হলে ধ্বংসের মুখে পড়তে যাচ্ছে এই শিল্প, বলে আশঙ্কা তাদের।
Posted ৫:৪৮ অপরাহ্ণ | শনিবার, ০৪ এপ্রিল ২০২০
bankbimaarthonity.com | rina sristy