বিবিএনিউজ.নেট | রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯ | প্রিন্ট | 548 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত শমরিতা হাসপাতাল লিমিটেডের ৩৪তম বার্ষিক সাধারণ সভা আজ রোববার তেজগাঁওয়ের লাভ রোডে হাসপাতাল মিলনায়তনের অনুষ্ঠিত হয়। সভায় সমাপ্ত ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারহোল্ডারদের সম্মতিতে কর্তৃপক্ষ ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন করে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।
সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ মকবুল হোসেন এমপি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান প্রফেসর রিয়াজ আহমেদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ড. এবিএম হারুন, পরিচালক- মিসেস ফরিদা বানু, গোলাম ফাতেমা তাহেরা খানম ও মুজিবুল ইসলাম, স্বতন্ত্র পরিচালক শেখ মাহফুজুল হক এফসিএ ও প্রফেসর মো. ওবায়দুল কবির চৌধুরী। সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব মো. শরিফুল ইসলাম। এছাড়া প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।
সভায় সমাপ্ত ২০১৮-১৯ বছরের আর্থিক প্রতিবেদন, সংশ্লিষ্ট নিরীক্ষা প্রতিবেদন, পরিচালনা পর্ষদের প্রতিবেদনসহ পূর্ব-ঘোষিত লভ্যাংশ সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
Posted ৪:১৫ অপরাহ্ণ | রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed