বিদায়ী সপ্তাহে (১১-১৫ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে ১০ কোম্পানির।
কোম্পানিগুলো হলো- ব্র্যাক ব্যাংক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সিটি ব্যাংক, লাভেলো আইস্ক্রিম, সানলাইফ ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স, জেএমআই হসপিটাল, অগ্নি সিস্টেমস, স্কয়ার ফার্মা, সোস্যাল ইসলামী ব্যাংক এবং ইউনিক হোটেল।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে ব্লক মার্কেটে এই ১০ কোম্পানির মোট ৯৯ কোটি ৭২ লাখ ৮০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ব্র্যাক ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে কোম্পানিটির ২২ কোটি ৬০ হাজার টাকা। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৫৩ টাকা ১০ পয়সা।
দ্বিতীয় সর্বোচ্চ প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ১৮ কোটি ৬০ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১৮৭ টাকা ৫০ পয়সা।
তৃতীয় সর্বোচ্চ সিটি ব্যাংকের ১২ কোটি ৮২ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ২৪ টাকা ১০ পয়সা।
সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য ৭টি কোম্পানির মধ্যে- লাভেলো আইস্ক্রিমের ৯ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা, সানলাইফ ইন্স্যুরেন্সের ৭ কোটি ৭৪ লাখ ৬০ হাজার টাকা, জেএমআই হাসপাতালের ৭ কোটি ৪২ লাখ টাকা, অগ্নি সিস্টেমসের ৬ কোটি ১৮ লাখ ৮০ হাজার টাকা, স্কয়ার ফার্মার ৫ কোটি ৫০ লাখ ৯০ হাজার টাকা, সোস্যাল ইসলামী ব্যাংকের ৪ কোটি ৯০ লাখ ৮০ হাজার টাকা এবং ইউনিক হোটেলের ৪ কোটি ৬৯ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।