শনিবার ২৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

Ad
x

সপ্তাহজুড়ে শেয়ারবাজারে ফিরেছে প্রায় সাড়ে ৮ কোটি টাকা

  |   শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   14 বার পঠিত

সপ্তাহজুড়ে শেয়ারবাজারে ফিরেছে প্রায় সাড়ে ৮ কোটি টাকা

বিদায়ী সপ্তাহে (২৭-৩১ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় সাড়ে ৮ হাজার কোটি টাকা ফিরেছে। অর্থাৎ সপ্তাহজুড়ে বাজার মূলধন বেড়েছে ৮ হাজার ৪৬৩ কোটি ৫০ লাখ ৫০ হাজার টাকা বা ১.২৯ শতাংশ। তবে বিদায়ী সপ্তাহে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচক বাড়লেও লেনদেন কমেছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮৪.৮ পয়েন্ট বা ১.৬৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৯৯.৪০ পয়েন্টে।

অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ০.৮৯ পয়েন্ট বা ০.০৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৪৪.৯০ পয়েন্টে।

ডিএসই-৩০ সূচক ৪৬.৮৭ পয়েন্ট বা ২.৪৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯২৬.০৫ পয়েন্টে।

এছাড়া, ডিএসএমইএক্স সূচক ২৯.০১ পয়েন্ট বা ২.৭৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ২২.৬৩ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ২৭৯টি, কমেছে ১০১টি এবং অপরিবর্তিত রয়েছে ১৫টি প্রতিষ্ঠানের।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯১ কোটি ২২ লাখ ২০ হাজার শেয়ার ৭ লাখ ৩৯ হাজার ৬৬৫বার হাতবদল হয়।

টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ৮৩ কোটি ২৬ লাখ ৩০ হাজার টাকা।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৬৯৩ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকা।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৩৮৯ কোটি ৮৩ লাখ ৫০ হাজার টাকা বা ২৩.০২ শতাংশ।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৫৬ হাজার ৮৬৮ কোটি ৬২ লাখ ১০ হাজার টাকা।

আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬৫ হাজার ৩৩২ কোটি ১২ লাখ ৬০ হাজার টাকায়।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৮ হাজার ৪৬৩ কোটি ৫০ লাখ ৫০ হাজার টাকা বা ১.২৯ শতাংশ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৯.৪১ পয়েন্ট বা ০.৯৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৪২.০০ পয়েন্টে।

সিএসইর অপর সূচক সিএসসিএক্স ৭৩.৩৭ পয়েন্ট বা ০.৮৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৭৭৯.০৬ পয়েন্টে।

অপর ২টি সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক ১৩.৫৫ পয়েন্ট বা ১.২৩ শতাংশ বেড়ে এবং সিএসআই সূচক ২.৮৫ পয়েন্ট বা ০.৩১ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ১১৬.৪৮ পয়েন্টে এবং ৯২৩.৮১ পয়েন্টে।

এছাড়া সিএসই-৩০ সূচক ২৭৭.৬৬ পয়েন্ট বা ২.৩৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৭.০১ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩০৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ১৬০টি, কমেছে ১২৭টি এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৯ কোটি ৩৯ লাখ ১০ হাজার ৮৫৬ টাকার।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩৩ কোটি ২৭ লাখ ৬৮ হাজার ১৪১ টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৩ কোটি ৮৮ লাখ ৫৭ হাজার ২৮৪ টাকা বা ১১.৬৭ শতাংশ।

 

Facebook Comments Box
top-1
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৬:৩২ অপরাহ্ণ | শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।