সোমবার ২৫ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

Ad
x

সপ্তাহজুড়ে সূচকের পাশাপাশি কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৬ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   129 বার পঠিত

সপ্তাহজুড়ে সূচকের পাশাপাশি কমেছে লেনদেন

বিদায়ী সপ্তাহে (১০-১৩ এপ্রিল’২২) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকের পাশাপাশি কমেছে টাকার অংকে লেনদেন। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং বাজার মূলধন। আলোচ্য সপ্তাহে মাত্র ৪ কার্যদিবস লেনদেন হয়েছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইক্স ০.৮৬ শতাংশ বা ৫৬.২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৮৪.৯৭ পয়েন্টে। ডিএসই৩০ মূল্য সূচক ০.৪৫ শতাংশ বা ১১.১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৪০.৪৫ পয়েন্টে। ডিএসইএস শরিয়াহ্ সূচক ০.৪০ শতাংশ বা ৫.৮২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৪৪৭.৭৯ পয়েন্টে।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া মোট ৩৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৭৬টি, কমেছে ২৮০টি অপরিবর্তিত রয়েছে ২৮টির। আলোচিত সপ্তাহে ডিএসইতে মোট ৫০ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ৬২২টি শেয়ার ৪ লাখ ৯ হাজার ৬১৮বার হাতবদল হয়, যার বাজারমূল্য ২ হাজার ২৬৩ কোটি ৬৭ লাখ ৭০ হাজার ৯০৬ টাকা। অর্থাৎ আগের সপ্তাহের তুলনায় লেনদেন কমেছে ২৫.৫২ শতাংশ বা ৭৭৫ কোটি ৫৯ লাখ ৭৮ হাজার ৬৬৫ টাকা।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড় ১২ কোটি ৭১ লাখ ৮০ হাজার ৯০৬টি শেয়ার এক লাখ ২ হাজার ৪০৫বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৫৬৫ কোটি ৯১ লাখ ৯২ হাজার ৭২৭ টাকা। যা আগের সপ্তাহের তুলনায় ৬.৯০ শতাংশ বা ৪১ কোটি ৯৩ লাখ ৫৭ হাজার ১৮৭ টাকা কম।

গত সপ্তাহের প্রথম কার্যদিবসে বাজার মূলধন ছিল ৫ লাখ ৩২ হাজার ৫৩৯ কোটি ৭২ লাখ ৪৯ হাজার ১৪২ টাকা, যা সপ্তাহের শেষ কার্যদিবসে দাঁড়িয়েছে ৫ লাখ ২৯ হাজার ২৪ কোটি ৬৫ লাখ ৮১ হাজার ৮৪০ টাকায়। অর্থাৎ আগের সপ্তাহের তুলনায় বাজার মূলধন কমেছে ০.৬৬ শতাংশ বা ৩ হাজার ৫১৫ কোটি ৬ লাখ ৬৭ হাজার ৩০২ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে ২ কোটি ৩৬ লাখ ৪৩ হাজার ২৮৬টি শেয়ার ২৭ হাজার ৫১৬বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৭৩ কোটি ১ লাখ ৪০ হাজার ৭২২ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ১৩ কোটি ৬৩ লাখ ৯৭ হাজার ৯০ টাকা।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৪.৮৩ পয়েন্ট বা ০.৬৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৬৬.৯০ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে- সিএসসিএক্স ৮১.০২ পয়েন্ট বা ০.৬৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৬১৯.২৯ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ১৮.৯৭ পয়েন্ট বা ০.১৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৫.৪৭ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৬.২৩ পয়েন্ট বা ০.৪৩ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৪৪১.৪২ পয়েন্টে এবং সিএসআই ৭.৪৩ পয়েন্ট বা ০.৬০ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ২২৬.৯৩ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৩৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৭৪টি, কমেছে ২৩৪টি এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।

 

Facebook Comments Box
top-1
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ২:৪৭ অপরাহ্ণ | শনিবার, ১৬ এপ্রিল ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।