সোমবার ২৫ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

Ad
x

সপ্তাহজুড়ে সূচকের পাশাপাশি কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৬ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   109 বার পঠিত

সপ্তাহজুড়ে সূচকের পাশাপাশি কমেছে লেনদেন

ঈদ পূর্ববর্তী অর্থাৎ বিদায়ী সপ্তাহে (১২-১৪ জুলাই) দেশের শেয়ারবাজারে সূচকের পাশাপাশি লেনদেন কমেছে। ঈদ পরবর্তী প্রথম সপ্তাহে মাত্র তিন কার্যদিবসে বাজার মূলধন কমেছে প্রায় তিন হাজার কোটি টাকা। আলোচ্য সপ্তাহে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪২.৪৫ পয়েন্ট বা ০.৬৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ৩২৪.৫০ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১০.৫৪ পয়েন্ট বা ০.৭৬ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৯.৯২ পয়েন্ট বা ০.৮৭ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ৩৭৭.৩৫ পয়েন্টে এবং দুই হাজার ২৭৩.৮৫ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৭টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১১৪টির বা ২৯.৪৬ শতাংশের, কমেছে ২৩৪টির বা ৬০.৪৭ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির বা ১০.০৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক হাজার ৯৬২ কোটি ৪৪ লাখ ৪১ হাজার ১৪৪ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল তিন হাজার ৮১৩ কোটি ৮৫ লাখ ৯১ হাজার ৯৭০ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন এক হাজার ৮৫১ কোটি ৪১ লাখ ৫০ হাজার ৮২৬ টাকা কমেছে।

সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ১৮ হাজার ৭৭২ কোটি ৪৭ লাখ ৬৫ হাজার ৬৭৭ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ১৫ হাজার ৯৬০ কোটি ৩৬ লাখ ৪০ হাজার ৯৬২ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন দুই হাজার ৮১২ কোটি ১১ লাখ ২৪ হাজার ৭২৫ টাকা কমেছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬১ কোটি ৫২ লাখ ০৩ হাজার ১১৯ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৪১ কোটি ৩২ লাখ ৬৯ হাজার ৫৬৫ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৭৯ কোটি ৮০ লাখ ৬৬ হাজার ৪৪৬ টাকা কমেছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫৬.৪৩ পয়েন্ট বা ০.৮৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৯৭.৪০ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৯৪.৯৯ পয়েন্ট বা ০.৮৪ শতাংশ, সিএসই-৩০ সূচক ৯.৭৩ পয়েন্ট বা ০.০৭ শতাংশ, সিএসই-৫০ সূচক ১৪.৪১ পয়েন্ট বা ১.০৫ শতাংশ এবং সিএসআই সূচক ১০.৮৭ পয়েন্ট বা ০.৯২ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১৪৩.২৫ পয়েন্টে, ১৩ হাজার ৬০৮.৩৭ পয়েন্টে, এক হাজার ৩৬৩.২৯ পয়েন্টে এবং এক হাজার ১৭৩.৮৯ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩২৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯৬টির বা ২৯.১৮ শতাংশের দর বেড়েছে, ২১০টির বা ৬৩.৮৩ শতাংশের কমেছে এবং ২৩টির বা ৬.৯৯ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

 

Facebook Comments Box
top-1
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৩:১০ অপরাহ্ণ | শনিবার, ১৬ জুলাই ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।