নিজস্ব প্রতিবেদক: | বৃহস্পতিবার, ০৪ মে ২০২৩ | প্রিন্ট | 92 বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি শেয়ারদর কমেছে সী পার্ল বিচ রিসোর্টের। এর মাধ্যমে কোম্পানিটির শেয়ার সাপ্তাহিক দর পতন তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছে।
সপ্তাহের শুরুতে সী পার্লের উদ্বোধনী দর ছিল ২৮৭ টাকা ৫০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ২৫০ টাকা ৬০ পয়সায়।
সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৩৬ টাকা ৯০ পয়সা বা ১২.৯৩ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটির শেয়ার সাপ্তাহিক দর পতনের তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছে।
ডিএসইতে সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে অ্যাপেক্স ফুটওয়ারের ১০.২৭ শতাংশ, কোহিনূর কেমিক্যালের ৯.১৮ শতাংশ, প্রাইম ব্যাংকের ৯.১৮ শতাংশ, আমরা টেকনোলজির ৮.৩৩ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৬.৯৩ শতাংশ, ওসমানিয়া গ্লাসের ৬.০১ শতাংশ, অ্যারামিট লিমিটেডের ৫.৮৪ শতাংশ, মনোস্পুল পেপারের ৫.৬৪ শতাংশ এবং বিডি অটোকারসের ৫.২৯ শতাংশ দর কমেছে।
Posted ১১:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ মে ২০২৩
bankbimaarthonity.com | saed khan