নিজস্ব প্রতিবেদক: | শুক্রবার, ০২ জুন ২০২৩ | প্রিন্ট | 96 বার পঠিত
বিদায়ী সপ্তাহে (২৮ মে- ০১ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে জুট স্পিনার্স লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর পতনের তালিকায় শীর্ষ স্থানে স্থান নিয়েছে।
সপ্তাহের শুরুতে জুট স্পিনার্সের উদ্বোধনী দর ছিল ৪৪৫ টাকা ৯০ পয়সা। আর শেষ কর্মদিবসে ক্লোজিং দর হয়েছে ৩৭৯ টাকা ৫০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ৬৬ টাকা ৪০ পয়সা বা ১৪.৮৯ শতাংশ।
এছাড়া, সাপ্তাহিক দর পতন তালিকার নেতৃত্বে থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মেট্রো স্পিনিংয়ের শেয়ারদর কমেছে ১৩.৮২ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ১২.৭৪ শতাংশ, দেশ জেনারেল ইন্সুরেন্সের ১২.৬৬ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ১০.১৯ শতাংশ, ট্রাস্ট ব্যাংকের ৯.১৭ শতাংশ, দেশ গার্মেন্টসের ৮.৫৬ শতাংশ, বিজিআইসির ৮.০১ শতাংশ, আজিজ পাইপসের ৬.৭৮ শতাংশ এবং গ্লোবাল ইন্সুরেন্সের ৬.৫২ শতাংশ।
Posted ৬:০২ অপরাহ্ণ | শুক্রবার, ০২ জুন ২০২৩
bankbimaarthonity.com | saed khan