নিজস্ব প্রতিবেদক: | শনিবার, ১০ জুন ২০২৩ | প্রিন্ট | 91 বার পঠিত
বিদায়ী সপ্তাহে (০৪- ০৮ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে ন্যাশনাল টি কোম্পানির। এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর পতনের তালিকায় শীর্ষ স্থানে স্থান নিয়েছে।
সপ্তাহের শুরুতে ন্যাশনাল টি কোম্পানির উদ্বোধনী দর ছিল ৫৩২ টাকা ৪০ পয়সা। আর শেষ কর্মদিবসে ক্লোজিং দর হয়েছে ৪৪৭ টাকা ৪০ পয়সা। সপ্তাহের ব্যবধানে দর কমেছে ৮৫ টাকা বা ১৫.৯৭ শতাংশ।
এছাড়া, সাপ্তাহিক দর পতন তালিকার নেতৃত্বে থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মেঘনা পেটের দর কমেছে ১৫.২১ শতাংশ, মেঘনা কনডেন্স মিল্কের ১৫.১৭ শতাংশ, সী পার্ল হোটেলের ১২.৫৩ শতাংশ, ক্রিস্টাল ইন্সুরেন্সের ১১.৭০ শতাংশ, প্যারামাউন্ট ইন্সুরেন্সের ১১.৪৯ শতাংশ, নর্দার্ন জুটের ১০.৯৩ শতাংশ, বিডি ওয়েল্ডিংয়ের ১০.৮৬ শতাংশ, মেঘনা ইন্সুরেন্সের ১০.৪১ শতাংশ এবং সিএপিএমআইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ১০.১৯ শতাংশ।
Posted ১০:১৮ পূর্বাহ্ণ | শনিবার, ১০ জুন ২০২৩
bankbimaarthonity.com | saed khan