নিজস্ব প্রতিবেদক: | শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩ | প্রিন্ট | 86 বার পঠিত
বিদায়ী সপ্তাহে (১৩-১৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে ইমাম বাটন ইন্ডাস্ট্রিজের। এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর পতনের তালিকায় শীর্ষ স্থানে স্থান নিয়েছে।
সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর কমেছে ইমাম বাটন ইন্ডাস্ট্রিজের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সপ্তাহের শুরুতে ইমাম বাটনের উদ্বোধনী দর ছিল ১৩০ টাকা ১০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১০৮ টাকা ৪০ পয়সা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দাম কমেছে ২১ টাকা ৭০ পয়সা বা ১৬.৬৮ শতাংশ। এর মাধ্যমে ইমাম বাটন ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকায় শীর্ষে স্থান নিয়েছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে জেমিনি সী ফুডের দর কমেছে ১৪.৭২ শতাংশ, সী পার্ল রিসোর্টের ১৩.৫৫ শতাংশ, লিগ্যাছি ফুটওয়ারের ১৩.০৭ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফের ১২.৬১ শতাংশ, খান ব্রাদার্সের ১১.০৭ শতাংশ, এমারেল্ড ওয়েলের ১০.৩৭ শতাংশ, চার্টার্ড লাইফের ১০.০৪ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৯.৯৪ শতাংশ এবং মুন্নু এগ্রোর ৯.৭০ শতাংশ।
Posted ৪:১০ অপরাহ্ণ | শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩
bankbimaarthonity.com | saed khan