নিজস্ব প্রতিবেদক: | শনিবার, ০১ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 83 বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
বিদায়ী সপ্তাহে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে শ্যামপুর সুগারের। এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর পতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে। সপ্তাহের শুরুতে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৯৬ টাকা ৫০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৮৬ টাকা ৯০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ৯ টাকা ৬০ পয়সা বা ৯.৯৫ শতাংশ।
আলোচ্য সপ্তাহে দ্বিতীয় সর্বোচ্চ দর কমেছে সোনালী পেপারের। এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর পতনের তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসে। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির দর কমেছে ৯.২৩ শতাংশ। ৬.৭২ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে সী পার্ল হোটেল।
চতুর্থ সর্বোচ্চ জিলবাংলা সুগারের ৫.৯৮ শতাংশ দর কমেছে। এরপর ৫.৩৩ শতাংশ দর কমেছে জুট স্পীনার্সের।
ডিএসইতে সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিকন ফার্মার ৫.১৭ শতাংশ, প্রাইম ব্যাংকের ৪.৯৮ শতাংশ, ইমাম বাটনের ৪.১০ ৫.৬৮ শতাংশ, ওয়ান ব্যাংকের ৩.৭৭ শতাংশ এবং মেঘনা পেটের ৩.৫৯ শতাংশ দর কমেছে।
উল্লেখ্য, বিদায়ী সপ্তাহে (২৭-৩০ মার্চ) শেয়ারবাজারে চার কার্যদিবস লেনদেন হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেল সপ্তাহে ৪০১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ৪০টির, অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট।
Posted ১:২২ পূর্বাহ্ণ | শনিবার, ০১ এপ্রিল ২০২৩
bankbimaarthonity.com | saed khan