নিজস্ব প্রতিবেদক: | শুক্রবার, ০৪ আগস্ট ২০২৩ | প্রিন্ট | 150 বার পঠিত
বিদায়ী সপ্তাহে (৩০ জুলাই-০৩ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে লিবরা ইনফিউশনের। এর মাধ্যমে কোম্পানিটিৃৃৃ সাপ্তাহির্ক দর বৃদ্ধির তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছে।
সপ্তাহের শুরুতে লিবরা ইনফিউশনের উদ্বোধনী দর ছিল ৭০৭ টাকা ৪০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৮২০ টাকা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১২৬ টাকা ৬০ পয়সা বা ১৫.৯২ শতাংশ।
ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধি শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দেশবন্ধু পলিমারের ১২.২০ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ১১.৫৯ শতাংশ, সিনোবাংলার ১১.২৭ শতাংশ, কন্টিনেন্টাল ইন্সুরেন্সের ১১.০১ শতাংশ, সোনালী লাইফের ৮.৬১ শতাংশ, নাভানা ফার্মার ৮.৪২ শতাংশ, জেএমআই হসপিটালের ৭.৮৭ শতাংশ, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৭.৮৪ শতাংশ এবং রিলায়েন্স ইন্সুরেন্সের ৭.৪১ শতাংশ দর বেড়েছে।
Posted ২:২০ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ আগস্ট ২০২৩
bankbimaarthonity.com | saed khan