নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট | 129 বার পঠিত
বিদায়ী সপ্তাহে (০৪ থেকে ০৮ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্য ২৬৫টির বা ৬৮.৪৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে ফনিক্স ফাইন্যান্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ফনিক্স ফাইন্যান্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ২০.৫০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৬.৩০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৪.২০ টাকা বা ২০.৪৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে ফনিক্স ফাইন্যান্স ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন হাউজিংয়ের ১৮.৭৪ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ১৬.৫২ শতাংশ, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ১৪.২৯ শতাংশ, রতনপুল স্টিলের ১৪.২৯ শতাংশ, ন্যাশনাল টি’র ১৩.৯৪ শতাংশ, এপেক্স ফুডসের ১৩.৪৪ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ১১.৯৭ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ১১.৬৪ শতাংশ এবং ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ১০.৯৬ শতাংশ কমেছে।
Posted ৪:৩৭ অপরাহ্ণ | শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
bankbimaarthonity.com | saed khan