নিজস্ব প্রতিবেদক: | শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 83 বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনিক হোটেল লিমিটেডের।
সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৩৯ লাখ ২৮ হাজার ১৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০৭ কোটি ৮৯ লাখ ৫ হাজার টাকা। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে জেমিনি সী ফুড লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১২ লাখ ৫৭ হাজার ৪৯৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৬ কোটি ৭২ লাখ ২১ হাজার টাকা।
লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে আমরা নেটওয়ার্ক লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৪ লাখ ৪৭ হাজার ৮২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৫ কোটি ৩৬ লাখ ৪৭ হাজার টাকা।
সাপ্তাহিক লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইস্টার্ন হাউজিংয়ের ৭১ কোটি ৮০ লাখ ৯৭ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ৭১ কোটি ৫১ লাখ ১৫ হাজার, জেনেক্স ইনফোসিসের ৭০ কোটি ৫৭ লাভ ৫৮ হাজার টাকা, আরডি ফুডের ৬২ কোটি ৮৩ লাখ ১২ হাজার টাকা, অ্যাপেক্স ফুটওয়ারের ৫৯ কোটি ৪৩ লাখ ২৭ হাজার টাকা, সী পার্ল হোটেলের ৫১ কোটি ৬৩ লাখ ২৩ হাজার টাকা এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের ৪৫ কোটি ২২ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
উল্লেখ্য, বিদায়ী সপ্তাহে (১৬-১৮ এপ্রিল) ৩ দিনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ৪৪টির, অপরিবর্তিত রয়েছে ২৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
Posted ৩:২০ অপরাহ্ণ | শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩
bankbimaarthonity.com | saed khan