| শুক্রবার, ০২ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 49 বার পঠিত
বিদায়ী সপ্তাহে (২৮ জুলাই-০১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে লেনদেন তালিকার শীর্ষস্থান দখল করেছে টেকনো ড্রাগস।
সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৬২ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৬.৭৮ শতাংশ।
সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৩২ কোটি ৪৪ লাখ ৯০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৬৩ টাকা ৫০ পয়সা।
লেনদেনের দ্বিতীয় স্থানে মেঘনা রয়েছে অগ্নী সিস্টেমস। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১২১ কোটি ৮৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৫.০৯ শতাংশ।
সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ২৪ কোটি ৩৬ লাখ ৯০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৩৪ টাকা ৩০ পয়সা।
সাপ্তাহিক লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে- ওরিয়ন ইনফিউশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮৪ কোটি ৩৯ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৫২ শতাংশ।
সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৬ কোটি ৮৭ লাখ ৯০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৫২৪ টাকা।
এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আলিফ ইন্ডাস্ট্রিজের ৭৯ কোটি ৩২ লাখ টাকা, এনআরবি ব্যাংকে ৬৬ কোটি ১৩ লাখ ৫০ হাজার টাকা, লাভেলো আইস্ক্রিমের ৬০ কোটি ৬৩ লাখ টাকা, সি পার্ল হোটেলের ৫৪ কোটি ৩২ লাখ ৫০ হাজার টাকা, স্কয়ার ফার্মার ৫২ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা, ইউনিলিভার কনজুমারের ৪৫ কোটি ৮৬ লাখ ৫০ হাজার টাকা এবং ফারইস্ট নিটিংয়ের ৪৪ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ৯:০৬ অপরাহ্ণ | শুক্রবার, ০২ আগস্ট ২০২৪
bankbimaarthonity.com | saed khan