| বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | 138 বার পঠিত
আজ ১১ জানুয়ারি সূচকের উত্থানে সপ্তাহ শেষ দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবতীতে সূচকের অস্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। এর ফলে দিনশেষে সূচক পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ১১ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৬ শতাংশ বা ১৬.৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩০১.৬৯ পয়েন্ট।
আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৫.৯১ পয়েন্টে।
এছাড়া, ডিএসই–৩০ সূচক ৯.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১১৭.৯০ পয়েন্টে।
এদিন লেনদেনে অংশ নিয়েছে ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।
এর মধ্যে দর বেড়েছে ১১৭ টির, কমেছে ৬০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৮ টির।
অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩২.৯৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
আজ ডিএসইতে ২১ কোটি ৯৯ লাখ ৫৯ হাজার ৩৪৯টি শেয়ার ১ লাখ ৯৪ হাজার ৭৭১ বার হাতবদল হয়েছে।
আর দিন শেষে লেনদেন হয়েছে ৭৫২ কোটি ৮৪ লাখ ৫৯ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১০ জানুয়ারি ডিএসইতে ১৭ কোটি ৯২ লাখ ২৪ হাজার ৯৬৮টি শেয়ার ১ লাখ ৪০ হাজার ২২৬ বার হাতবদল হয়।
আর দিন শেষে লেনদেন হয় ৫০৮ কোটি ৪৭ লাখ ৯৮ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২৪৪ কোটি ৩৬ লাখ ৬১ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২০ শতাংশ বা ৩৮.৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৬৬৫.৪০ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ১৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৫ টির, কমেছে ৪৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৯ টির।
আজ দিন শেষে লেনদেন হয়েছে ১১ কোটি ১৬ লাখ ৩০ হাজার ৬৮২ টাকা।
গতকাল লেনদেন হয়েছিল ৬ কোটি ৫৮ লাখ ৬৭ হাজার ৯২ টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৪ কোটি ৫৭ লাখ ৬৩ হাজার ৫৯০ টাকা।
Posted ৪:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০২৪
bankbimaarthonity.com | saed khan