| বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 95 বার পঠিত
আজ ০৮ ফেব্রুয়ারি সূচকের উত্থানে সপ্তাহ শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।
এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সুচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। এর ফলে দিনশেষে ডিএসইতে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩২ শতাংশ বা ২০.৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৭৩.৩৫ পয়েন্ট।
অন্য সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ০.১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৮৭.৩২ পয়েন্টে।
এছাড়া, ডিএসই–৩০ সূচক ২.৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩৮.২২ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।
এর মধ্যে দর বেড়েছে ২১০ টির, কমেছে ১৪০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪ টির।
অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫৩.২৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
আজ ডিএসইতে ৬২ কোটি ৪ লাখ ৬৪ হাজার ৪৩৩ টি শেয়ার ৩ লাখ ৮১ হাজার ১০৮ বার হাতবদল হয়েছে।
টাকার অংকে যার বাজারমূল্য ১ হাজার ৮৫৭ কোটি ৭৫ লাখ ৪ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৭ ফেব্রুয়ারি ডিএসইতে ৫৩ কোটি ৮৯ লাখ ১ হাজার ৮৯৬ টি শেয়ার ৩ লাখ ৫৩ হাজার ৫২৫ বার হাতবদল হয়।
টাকার অংকে যার বাজারমুল্য ছিল ১৭৩০ কোটি ৪৩ লাখ ৫৬ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১২৭ কোটি ৩১ লাখ ৪৮ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৭০ শতাংশ বা ১২৯.০১পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৩০৪.০১ পয়েন্টে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ৩০৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৬ টির, কমেছে ১২২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫ টির।
আজ দিন শেষে লেনদেন হয়েছে ৩৬ কোটি ২৮ লাখ ৯১ হাজার ১৯৭ টাকা।
গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৯ কোটি ২৩ লাখ ১৩ হাজার ৭৪৯ টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৭ কোটি ৫ লাখ ৭৭ হাজার ৪৪৮ টাকা।
Posted ৪:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৪
bankbimaarthonity.com | saed khan