| বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ | প্রিন্ট | 89 বার পঠিত
আজ ২১ মার্চ সূচকের উত্থানে সপ্তাহ শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজারে। এদিন সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.১৭ শতাংশ বা ৬৯.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৯৪১.৬৬ পয়েন্ট।
অপর দুই সূচকের মধ্যে- ডিএসই শরিয়াহ সূচক ১৫.৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৯৩.০৩ পয়েন্টে।
এছাড়া, ডিএসই–৩০ সূচক ২৫.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৫৭.৭১ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০৩ টির, কমেছে ৪৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০ টির।
অর্থাৎ পুঁজিবাজারে আজ ৭৬.৩২ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
আজ ডিএসইতে ১৮ কোটি ৭৭ লাখ ১৩ হাজার ১৬৬ টি শেয়ার ১ লাখ ৭৪ হাজার ২১০ বার হাতবদল হয়েছে। টাকার অংকে যার বাজারমূল্য ৬১০ কোটি ৮ লাখ ৭৪ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২০ মার্চ ডিএসইতে ১৩ কোটি ৬৯ লাখ ৩৯ হাজার ৫৯ টি শেয়ার ১ লাখ ৪৫ হাজার ১৮৪ বার হাতবদল হয়। টাকার অংকে যার বাজারমূল্য ছিল ৪২২ কোটি ৮৩ লাখ ০৭ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৮৭ কোটি ২৫ লাখ ৬৭ হাজার টাকা।
Posted ২:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
bankbimaarthonity.com | saed khan