নিজস্ব প্রতিবেদক : | রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 107 বার পঠিত
আজ ১০ ডিসেম্বর সূচকের পতনে সপ্তাহ শুরু হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সুচকের অস্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। দিনশেষে প্রধান সূচকের পতন হলেও টাকার অংকে লেনদেন বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ১০ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০২ শতাংশ বা ১.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৫১.২৮ পয়েন্ট।
আর ডিএসই শরিয়াহ সূচক ০.২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬০.৪৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২.৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১১২.৪৬ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৫টির , কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৪টির।
অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৬.৭১ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
সারাদিনে ডিএসইতে ১৬ কোটি ৭৪ লাখ ৭৯ হাজার ৮৪২টি শেয়ার ১ লাখ ৫৬ হাজার ২৯১ বার হাতবদল হয়েছে।
আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৩৭ কোটি ৯১ লাখ ২৭ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৭ ডিসেম্বর ডিএসইতে ১২ কোটি ৯৪ লাখ ৯৪ হাজার ১৩৪টি শেয়ার ১ লাখ ৩৮ হাজার ১০১ বার হাতবদল হয়।
আর দিন শেষে লেনদেন হয় ৪৫০ কোটি ২০ লাখ ১৭ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৮৭ কোটি ৭১ লাখ ১০ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৫ শতাংশ বা ৯.৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৫৪৭.০৩ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ২২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ১১৭টির।
আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৭ কোটি ৯২ লাখ ৩৫ হাজার ৫৭২ টাকা।
Posted ৫:৩০ অপরাহ্ণ | রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan