| মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 98 বার পঠিত
আজ ২১ নভেম্বর সূচকের পাশাপাশি লেনদেন কমেছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। তবে সকাল সাড়ে ১০টার পর সূচকের একটানা পতন ঘটে, যা শেষ পর্যন্ত অব্যহত ছিল। দিনশেষে প্রধান সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪.৮২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২২১.৭৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.০২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১.৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে একহাজার ৩৫০.০১ পয়েন্টে এবং দুই হাজার ১০৪.৪১ পয়েন্টে।
ডিএসইতে ৩০৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩৮টির বা ১২.৩৮ শতাংশের দর বেড়েছে।
শেয়ার দর কমেছে ৯৭টির বা ৩১.৬০ শতাংশের এবং ১৭২টির বা ৫৬.০২ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ ৩৪৫ কোটি ৪১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৯৭ কোটি ৪৪ লাখ টাকা কম।
আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৪৪২ কোটি ৮৫ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই আজ ৭.৮৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৭১.৪২ পয়েন্টে।
এছাড়া সিএসসিএক্স ৪.৮৭ পয়েন্ট,সিএসই-৩০ সূচক ৭.৪৬ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ০.৮৭ পয়েন্ট এবং সিএসআই ০.০৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৪৭.৬৯ পয়েন্টে, ১৩ হাজার ২৭৮.৪০ পয়েন্টে, একহাজার ৩০২.১৫ পয়েন্টে এবং একহাজার ১৬৭.২৫ পয়েন্টে।
আজ সিএসইতে ১৩১টি প্রতিষ্ঠানে লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩০টির, কমেছে ৪২টির আর অপরিবর্তিত রয়েছে ৫৯টি প্রতিষ্ঠানের। আজ সিএসইতে ৫ কোটি ৫১ লাখ টাকার লেনদেন হয়েছে।
Posted ১০:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan