| মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | 152 বার পঠিত
আজ ১৬ জানুয়ারি সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবতীে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এর ফলে দিনশেষে সুচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২১ শতাংশ বা ১৩.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৩১.৬১ পয়েন্ট।
ডিএসই শরিয়াহ সূচক ৫.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮২.৫৪ পয়েন্টে।
এছাড়া, ডিএসই–৩০ সূচক ৬.৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১২৯.৭৭ পয়েন্টে।
এদিন লেনদেনে অংশ নিয়েছে ৩৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।
এর মধ্যে দর বেড়েছে ৯৭ টির, কমেছে ৭৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৩ টির।
অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৭.৭৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
আজ ডিএসইতে ১৯ কোটি ৬২ লাখ ৬ হাজার ৮২৪টি শেয়ার ১ লাখ ৯৩ হাজার ৬৫৭ বার হাতবদল হয়েছে।
টাকার অংকে যার বাজারমূল্য ৮০০ কোটি ৮৪ লাখ ৭১ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১৫ জানুয়ারি ডিএসইতে ১৭ কোটি ৫৮ লাখ ৮৯ হাজার ৮৩৭টি শেয়ার ১ লাখ ৬২ হাজার ৭৩২ বার হাতবদল হয়।
টাকার অংকে যার বাজারমূল্য ছিল ৬৭৪ কোটি ২৭ লাখ ৩ হাজার টাকা।
সে হিসেবে আজ টাকার অংকে লেনদেন বেড়েছে ১২৬ কোটি ৫৭ লাখ ৬৮ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২৩ শতাংশ বা ৪৪.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৭৪৪.২৯ পয়েন্টে।
এদিন লেনদেনে অংশ নিয়েছে ২০৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।
এর মধ্যে দর বেড়েছে ৭১ টির, কমেছে ৪৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৬ টির।
আজ দিন শেষে লেনদেন হয়েছে ৯ কোটি ৩৯ লাখ ৩৬ হাজার ৬৪১ টাকা।
গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭ কোটি ৬৩ লাখ ৬০ হাজার ৩৯৬ টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১ কোটি ৭৫ লাখ ৭৬ হাজার ২৪৫ টাকা।
Posted ৫:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০২৪
bankbimaarthonity.com | saed khan