| বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 52 বার পঠিত
আজ ১১ সেপ্টেম্বর সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচক কিছুটা কমলেও আবারও বাড়তে থাকে। কিন্তু দুপুর পৌনে ১২টার পর সূচকের একটানা পতন ঘটে। এরপর আবারও সূচক বাড়লেও আগের অবস্থানে ফিরে যেতে পারেনি। দিনশেষে সূচকের সামান্য উথানের ফলে টাকার অংকে লেনদেন বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৯ শতাংশ বা ১১.১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭১৩.৯৫ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৪০.৯১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬.৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১০৭.৮০ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৩ টির, কমেছে ১৭২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪১.০৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
আজ ডিএসইতে ১৮ কোটি ১০ লাখ ৬৭ হাজার ৩৩৬ টি শেয়ার ১ লাখ ৬৯ হাজার ৯১৮ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬২৫ কোটি ১৫ লাখ ৮৩ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১০ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৩০ শতাংশ বা ৭৩.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৭০২.৮২ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ২০.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২৩৫.৩৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২২.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ১১৪.৭৩ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ২৭৩ টির, কমেছিল ৭৬ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৪৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৬৮.৯৩ শতাংশ শেয়ারের দর বেড়েছিল।
গত কার্যদিবসে ডিএসইতে ১৪ কোটি ৭০ লাখ ৮৬ হাজার ৯৬৮ টি শেয়ার ১ লাখ ৫৭ হাজার ৬০০ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৫৬২ কোটি ৭২ লাখ ৩৪ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৬২ কোটি ৪৩ লাখ ৪৯ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২১ শতাংশ বা ৩৪.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৬ হাজার ১৬১.৯৬ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ২৩৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৪ টির, কমেছে ৯০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ৯১ লাখ ৩৩ হাজার ৬৪১ টাকা।
Posted ৫:০৫ অপরাহ্ণ | বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan