| বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 17 বার পঠিত
আজ ৩০ অক্টোবর সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২.৯৪ শতাংশ বা ১৪৭.৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৬৪.৮৩ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ২২.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৩৬.২১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫৭.৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯১৫.৮৬ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৭৩ টির, কমেছে ১৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৯৩.৯৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
এদিন ডিএসইতে ২১ কোটি ৫৫ লাখ ৮৩ হাজার ৯৬৪ টি শেয়ার ১ লাখ ৭১ হাজার ৭৪৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫১৯ কোটি ৩১ লাখ ২৭ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২৯ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২.৪২ শতাংশ বা ১১৮.৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ১৭.৩২ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ২৬.২০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১১৩.৬৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫২.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৮৫৮.২৭ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৩১২ টির, কমেছে ৫৭ টির এবং অপরিবর্তিত রয় ২৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৭৯.১৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়।
এদিন ডিএসইতে ১৫ কোটি ৮ লাখ ৯৩ হাজার ১৮০ টি শেয়ার ১ লাখ ৩৬ হাজার ২১৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৩৪৬ কোটি ৫৮ লাখ ৬৪ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৭২ কোটি ৭২ লাখ ৬৩ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ২.৪২ শতাংশ বা ৩৩৯.২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৪ হাজার ৩৫৬.৭৫ পয়েন্টে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৯ টির, কমেছে ২৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ১০ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৯০ লাখ ৩৩ হাজার ২২৭ টাকা।
Posted ৪:২৯ অপরাহ্ণ | বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
bankbimaarthonity.com | saed khan