মঙ্গলবার ২৩ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সোলায়মান আলম গ্রামীণফোনের নতুন চিফ ডিজিটাল অ্যান্ড স্ট্র্যাটেজি অফিসার

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০   |   প্রিন্ট   |   361 বার পঠিত

সোলায়মান আলম গ্রামীণফোনের নতুন চিফ ডিজিটাল অ্যান্ড স্ট্র্যাটেজি অফিসার

সোলায়মান আলম গ্রামীণফোনের ভারপ্রাপ্ত চিফ ডিজিটাল অ্যান্ড স্ট্র্যাটেজি অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৬ সালে হেড অব মার্কেটিং হিসেবে তিনি গ্রামীণফোনে ক্যারিয়ার শুরু করেন। এরপর ২০১৭ সালে তিনি গ্রামীণফোনের ডিজিটাল ডিভিশনের দায়িত্ব নেন এবং গ্রামীণফোনকে একটি নতুন ডিজিটাল প্রতিষ্ঠানে পরিণত করার মাধ্যমে প্রতিষ্ঠানটির লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গত ১ জানুয়ারি থেকে ভারপ্রাপ্ত চিফ ডিজিটাল অ্যান্ড স্ট্র্যাটেজি অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। সোমবার (২৭ এপ্রিল) গ্রামীণফোন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে এ বিষয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, ‘প্রাতিষ্ঠানিক সক্ষমতা, নেতৃত্বের বিকাশে সোলায়মান অসামান্য অবদান রেখেছেন। এ প্রতিষ্ঠানে উদ্ভাবনের মাধ্যমে দ্রুততার সঙ্গে কাজ করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছেন। ব্যবসায়িক কার্যক্রম, কৌশলগত পদ্ধতি ও উদ্ভাবনী মানসিকতার কারণে তিনি সুপরিচিত। অত্যন্ত দক্ষতার সঙ্গে তিনি কমার্শিয়াল ভ্যালু চেইনের সব কার্যক্রমসহ অন্যান্য কার্যক্রমের সঙ্গেও সোলায়মান যুক্ত ছিলেন। আমি অত্যন্ত আনন্দিত এই ভেবে যে, চরম প্রতিযোগিতামূলক বাজারে কাজের নতুন ধরন, উদ্ভাবন ও দ্রুততার সঙ্গে কাজ করা, গতিশীল প্রবৃদ্ধিতে মানুষকে সম্পৃক্ত করা এবং কাজের পার্থক্য গড়ে তোলার মাধ্যমে পরিবর্তিত ডিজিটাল সিস্টেমের সঙ্গে মানিয়ে নিতে সোলায়মান তার সক্ষমতার প্রমাণ দিয়েছেন।’

সোলায়মান আলম বলেন, ‘এই প্রতিষ্ঠানে কাজ করতে পেরে আমি গর্বিত এবং একই সঙ্গে গ্রামীণফোনের দক্ষ লিডারশিপ টিমের অংশ হতে পেরে কৃতজ্ঞ। গ্রামীণফোন অসাধারণ প্রতিষ্ঠান, এখানে অনেকেই কাজ করেন যারা মেধা বিবেচনায় বৈশ্বিকভাবেও সুপরিচিত। চার বছর আগে গ্রামীণফোনে যোগ দেয়ার পর পুরো প্রতিষ্ঠানের কাছ থেকে যে ভালোবাসা ও সহযোগিতা পেয়েছি তার জন্য সবাইকে ধন্যবাদ। বিশেষ করে আমার ওপর বিশ্বাস রাখার জন্য এবং সব ধরনের সহযোগিতা করার জন্য আমি আমার টিমের (যারা আমার সঙ্গে বর্তমানে এবং আগেও কাজ করেছেন) প্রতি কৃতজ্ঞ।’

গ্রামীণফোনে যোগদানের পূর্বে সোলায়মান আলম বেশ কয়েকটি বহুজাতিক প্রতিষ্ঠানে দায়িত্বশীল পদে কাজ করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট থেকে বিবিএ সম্পন্ন করেছেন।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১২:২২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(11190 বার পঠিত)

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।