আব্দুল্লাহ ইবনে মাস্উদ | বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০১৯ | প্রিন্ট | 483 বার পঠিত
মশক নিধন ও এডিস মশার লার্ভা নিধনে অভিযানরত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেকের বাড়িতে প্রবেশ করতে পারেনি। মন্ত্রী বাসায় না থাকায় মশক নিধন দলকে ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি বলে জানা গেছে।
সূত্র জানায়, মঙ্গলবার সকালে রাজধানীর বারিধারার পার্ক রোডে এডিস মশার লার্ভা নিধন ও সচেতনতা বৃদ্ধিতে অভিযান শুরু করেন ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিদ হাসানের নেতৃত্বে এই দলে সার্বিক সহযোগিতা করেন স্থানীয় ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন। অভিযানের শুরুতে পার্ক রোডে তিনটি বাড়ি পরিদর্শনের পর স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে প্রবেশ করতে চান ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা।
কিন্তু তাদের প্রবেশ করতে বাধা দেয়া হয়। এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কাউন্সিলর তাদের পরিচয় দিলেও প্রবেশে বাধা দেন স্বাস্থ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ফারুক আহমেদ।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা উত্তর সিটির ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিল জাকির হোসেন সাংবাদিকদের বলেন, আমরা মন্ত্রীর বাসায় প্রবেশ করতে চাইলে তার পিএস জানান, ‘স্যার আজ বাসায় নেই। আপনারা অন্যদিন আসেন।’ এরপর সেখান থেকে আমরা চলে আসি।
উল্লেখ্য, গত ২৫ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. মিলন অডিটোরিয়ামে ‘বর্তমান সামগ্রিক ডেঙ্গু পরিস্থিতি ও গৃহীত কার্যক্রম’ নিয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ডেঙ্গু পরিস্থিতি নিয়ে কথা বলেন। সেখানে মন্ত্রী বলেছিলেন, রোহিঙ্গাদের যেভাবে বংশবিস্তার হচ্ছে ঠিক একইভাবে এডিস মশার বংশবিস্তার হচ্ছে। এ নিয়ে তিনি উদ্বেগও প্রকাশ করেন। তার এ বক্তব্য বিভিন্ন সংবাদপত্রের শিরোনাম হয়।
সংবাদ সম্মেলনের তিন দিনের মাথায় স্বাস্থ্যমন্ত্রী হঠাৎ সপরিবারে মালয়েশিয়া চলে যান। ডেঙ্গুর কারণে রাষ্ট্রীয় দুযোর্গের সময় ব্যক্তিগত ভ্রমণে মালয়েশিয়ায় গিয়েও সমালোচিত হয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। কেউ কেউ তো প্রশ্ন তুলেছিলেন তার মন্ত্রিত্ব নিয়েও।
Posted ১২:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০১৯
bankbimaarthonity.com | Sajeed