নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১০ এপ্রিল ২০২২ | প্রিন্ট | 159 বার পঠিত
ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৭ এপ্রিল থেকে পোশাক শ্রমিকদের পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে। বিজিএমইএ ও বিকেএমইএর বরাত দিয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
রোববার (১০ এপ্রিল) সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, বিজিএমইএ ও বিকেএমইএর মাধ্যমে আমাদের জানানো হয়েছে আগামী ২৭ এপ্রিল থেকে তারা পর্যায়ক্রমে ছুটির ব্যবস্থা করবে। রাস্তা ও নৌপথে যাতে অতিরিক্ত চাপ তৈরি না হয়, সেজন্য এই জিনিসটি নিশ্চিত করা হবে।
সভায় জানানো হয়, নৌপথে চলাচলকারী যাত্রী সাধারণ যেকোনো জরুরি প্রয়োজনে ও সেবা সংক্রান্ত বিষয়ে বিআইডব্লিউটিএর হটলাইন নম্বর-১৬১১৩-তে যোগাযোগ করবেন।
নৌপরিবহন প্রতিমন্ত্রীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর আবু জাফর মো. জালালউদ্দিন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (যাত্রী পরিবহন) সংস্থার সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি শহীদুল ইসলাম ভূইয়া, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, নৌপুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস এর উর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপার সরাসরি ও জুমে অংশ নেন।
Posted ৭:১৪ অপরাহ্ণ | রবিবার, ১০ এপ্রিল ২০২২
bankbimaarthonity.com | rina sristy