নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৮ এপ্রিল ২০২১ | প্রিন্ট | 307 বার পঠিত
লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামী রোববার পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে। কোম্পানিগুলো হলো- গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ব্যাংক এশিয়া। রেকর্ড ডেটের কারণে আজ এ ২ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত রয়েছে। এর আগে ৬ এবং ৭ এপ্রিল এ ২ কোম্পানির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, শুধুমাত্র সাধারন সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ অন্তর্র্বতীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ। ২০১৯-২০ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক হিসাবের উপর ভিত্তি করে রিজার্ভ থেকে এই লভ্যাংশ ঘোষণা করেছে।
অন্যদিকে, ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ব্যাংক এশিয়া লিমিটেড। সর্বশেষ বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংক এশিয়ার শেয়ারপ্রতি সমন্বিত আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ১ টাকা ৭৪ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ৬৮ পয়সা। অন্যদিকে আলোচিত বছরে এককভাবে ব্যাংকটির ইপিএস (সলো ইপিএস) হয়েছে ১ টাকা ৭৫ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৬৮ পয়সা। গত ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৩ টাকা ৩৪ পয়সা। আর এককভাবে ছিল ২৩ টাকা ৬৮ পয়সা। আগামী ২৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
Posted ১২:২৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ এপ্রিল ২০২১
bankbimaarthonity.com | saed khan