| বুধবার, ০৩ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | 110 বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল ২ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ২টি হলো- আরগন ডেনিমস এবং এনভয় টেক্সটাইল।
জানা যায়, আরগন ডেনিমস বাণিজ্যিক ভবন ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানিটি গুলশানের হেনা সুবাস্তু স্কাই লাইন এভিনিউয়ের লেভেল-১৪ তে ৭ হাজার ২৯১ বর্গফুট জায়গা কিনবে। এই জমির মূল্য ২৫ কোটি ৫১ লাখ ৮৫ হাজার টাকা। প্রতি বর্গফুট ৩৫ হাজার টাকা।
কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য বিশেষ সাধারণ সভার (ইজিএম) সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে, এনভয় টেক্সটাইলের পরিচালনা পর্ষদ বিশেষ সাধারণ সভার (ইজিএম) তারিখ ঘোষণা করেছে। কোম্পানির ইজিএম আগামী ২৯ জানুয়ারি সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।
জানা যায়, কোম্পানিটি ম্যানেজিং ডাইরেক্টর (এমডি) এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর (ডিএমডি) নিয়োগ দেওয়ার জন্য ইজিএম করবে। গত ১২ ডিসেম্বর সুপ্রিম কোর্টের উচ্চ আদালত থেকে কোম্পানিটি এ বিষয়ে আদেশ পেয়েছে।
মেঘনা পেট্রোলিয়ামের শেয়ার লেনদেন স্থগিত
নিজস্ব প্রতিবেদক: রেকর্ড ডেটের কারণে আগামীকাল মেঘনা পেট্রোলিয়ামের শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদ ক্লজ নম্বর সংশোধনের জন্য একটি ইজিএম (বিশেষ সাধারণ সভা) করার সিদ্ধান্ত নিয়েছে। পরিচালকদের পারিশ্রমিক সংক্রান্ত কোম্পানির আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের ১৩৯(ক)।
ইজিএমে অ্যাসোসিয়েশনের নিবন্ধনগুলি সংশোধন করবে কোম্পানিটি।
কোম্পানির ইজিএম আগামী ১০ ফেব্রুয়ারি সকাল ১০টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।
Posted ২:৩০ অপরাহ্ণ | বুধবার, ০৩ জানুয়ারি ২০২৪
bankbimaarthonity.com | saed khan