| বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 32 বার পঠিত
রেকর্ড ডেটের পর আগামী ২৯ সেপ্টেম্বর শুরু হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার লেনদেন। কোম্পানি ২টি হলো- রূপালী লাইফ ইন্স্যুরেন্স এবং ইন্টারন্যাশনাল লিজিং। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স। আগামী ৩০ অক্টোবর ২০২৪ তারিখে কোম্পানির ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
অপরদিকে, ইন্টান্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড (আইএলএফএসএল) ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয় ১১ টাকা ০৭ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৮ টাকা ০৫ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত ঋণাত্মক সম্পদ মূল্য হয়েছে ১৭৩ টাকা ৩১ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ঋণাত্মক সম্পদ ছিল ১৬২ টাকা ২৪ পয়সায়।
আলোচ্য সময়ে কোম্পানিটির ঋণাত্মক ক্যাশ ফ্লো হয়েছে ১ টাকা ২৭ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৪৩ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে।
Posted ৪:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan