নিজস্ব প্রতিবেদক : | বুধবার, ০১ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 88 বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। ৩১ অক্টোবর অনুষ্ঠিত বোর্ড সভায় এই ৩ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাম করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হেেলা- উসমানিয়া গ্লাস এবং ওভার দ্যা কাউন্টার (ওটিসি) বোর্ডের ম্যাক এন্টার প্রাইজ ও ম্যাক পেপার।
উসমানিয়া গ্লাসশীট ফ্যাক্টরী লিমিটেড : ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৯৪ পয়সা। আগের অর্থবছরে লোকসান হয়েছিল ২ টাকা ৬৬ পয়সা।
৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ৭৬ টাকা ৯৭ পয়সা।
আগামী ২০ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ নভেম্বর।
ম্যাক এন্টারপ্রাইজেস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৮ পয়সা। আগের বছর শেয়ার প্রতি লোকসান ছিল ১০ পয়সা ।
৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য ছিল ২ টাকা ১১ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় রাজধানীর ডিওএইচএসের রাওয়া ক্লাবে অনুষ্ঠিত হবে।
কোম্পানিটির শেয়ারহোল্ডারদের রেজিস্ট্রেজন ৩ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে।
ম্যাক পেপার ইন্ডাস্ট্রিজ লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০৩ পয়সা। আগের অর্থবছরে ইপিএস হয়েছিল ৩৩ পয়সা।
৩০ জুন, ২০২৩ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ১৮ টাকা ৮৯ পয়সা।
আগামী ২১ ডিসেম্বর সকাল ১০টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা রাজধানীর ডিওএইচএসের রাওয়া ক্লাবে অনুষ্ঠিত হবে।
Posted ১২:২১ পূর্বাহ্ণ | বুধবার, ০১ নভেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan