নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৫ এপ্রিল ২০২২ | প্রিন্ট | 164 বার পঠিত
ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামী ২৫ এপ্রিল শুরু হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ার লেনদেন। কোম্পানিগুলো হলো- ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ইউসিবি এবং এসএস স্টিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ইউসিবি : ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে ব্যাংকটি। আলোচিত বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯২ পয়সা। আগের বছর কোম্পানিটির ২ টাকা ৩১ পয়সা ইপিএস হয়েছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৯ টাকা ২৫ পয়সা।
আগামী ৯ জুন ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য আগামী ২৫ এপ্রিল কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
ইস্টার্ন ব্যাংক : ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য সাড়ে ১২ শতাংশ ক্যাশ এবং সাড়ে ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে ব্যাংকটি। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ মে ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ এপ্রিল ২০২২। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫ টাকা ০৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৪ টাকা ৩৮ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৩ টাকা ১৭ পয়সায়।
এসএস স্টিল : প্রকৌশল খাতের কোম্পানিটির ৮ শতাংশ স্টক ডিভিডেন্ড প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটি ৩০ জুন,২০২১ সমাপ্ত হিসাব বছরের জন্য ২ শতাংশ ক্যাশ ও ৮ শতাংশ স্টকসহ মোট ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। এর আগে বিএসইসি কোম্পানিটির ৮ শতাংশ ডিভিডেন্ড প্রস্তাব বাতিল করেছিল। কিন্তু কোম্পানিটির পুনরায় বিএসইসিতে আবেদন করায় কমিশন স্টক ডিভিডেন্ড প্রস্তাবটি অনুমোদন করেছে। কোম্পানিটি আগামী ২৫ এপ্রিল স্টক ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করেছে।
Posted ১২:২১ অপরাহ্ণ | সোমবার, ২৫ এপ্রিল ২০২২
bankbimaarthonity.com | saed khan