নিজস্ব প্রতিবেদক: | শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০ | প্রিন্ট | 376 বার পঠিত
পুঁজিবাজারভুক্ত সাধারণ বীমা প্রতিষ্ঠান নিটল ইন্স্যুরেন্স ২০১৯ সালের জন্য ৪৭ শতাংশ লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে কোম্পানিটির প্রকাশিত ২০১৯ সালের আর্থিক হিসাব থেকে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, নিটল ইন্স্যুরেন্স ২০১৯ সালের ব্যবসায় শেয়ারপ্রতি ৩.২২ টাকা মুনাফা হয়েছে। এর বিপরীতে অভিহিত মূল্য ১০ টাকা বিবেচনায় প্রতিটি শেয়ারে ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ শেয়ারপ্রতি ৩.২২ টাকার মুনাফা বিবেচনায় এই লভ্যাংশের পরিমাণ ৪৭ শতাংশ। অর্থাৎ কোম্পানিটি অর্জিত মুনাফার প্রায় অর্ধেক লভ্যাংশ হিসেবে দেয়ার ঘোষণা দিয়েছে।
কোম্পানিটির ২০১৯ সালে শেয়ারপ্রতি ৩.২২ টাকা হিসেবে মোট ১২ কোটি ৮৬ লাখ ৬৪ হাজার ৪৪৮ টাকার নিট মুনাফা হয়েছে। কোম্পানিটি ১৫ শতাংশ নগদ লভ্যাংশ হিসেবে শেয়ারপ্রতি ১.১৫ টাকা করে মোট ৬ কোটি ০৩ টাকা ১১ হাজার ৪৬০ টাকা বা মোট মুনাফার ৪৬.৮৮ শতাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হবে।
অর্জিত মুনাফার থেকে লভ্যাংশ বিতরণের পর কোম্পানির কাছে আরো ৬ কোটি ৮৩ লাখ ৫২ হাজার ৯৮৮ টাকা বা ৫৩ শতাংশ থাকে। যা কোম্পানির রিজার্ভে যোগ হবে।
আগের বছর অর্থাৎ ২০১৮ সালেও কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
উল্লেখ্য, ২০০৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত নিটল ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ৪০ কোটি ২০ লাখ ৮০ হাজার টাকা।
Posted ৮:৫১ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০
bankbimaarthonity.com | rina sristy